Explosion in Maharashtra Ordnance Factory

মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ! অন্তত আট জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

শুক্রবার সকাল ১১টা নাগাদ মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১২:৫২
Share:

(বাঁ দিকে) বিস্ফোরণের ছবি। ভান্ডারার সেই অস্ত্র কারখানা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সকাল সকাল বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের অস্ত্র কারখানা ও সংলগ্ন এলাকা। শুক্রবার সকাল ১১টা নাগাদ মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। কয়েক জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু ক্ষণ পরেই নাগপুরের কাছে জওহর নগরের ওই অস্ত্র কারখানায় বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে নেমে পড়েছে তারা। বিস্ফোরণের অভিঘাতে ধসে পড়েছে কারখানার একটি ছাদ। তার নীচে চাপা পড়ে যান অন্তত ১৪ জন কর্মী। শুরুতে দু’জনকে উদ্ধার করা হয়। এক জনের দেহ মেলে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু হয়। তবে তাঁদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা বোঝা যাচ্ছিল না। পরে দীর্ঘ ক্ষণের চেষ্টায় আরও সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়।

Advertisement

কারখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বিস্ফোরণের সময় ওই কারখানার ভিতরে অন্তত ১৪ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত মোট আট জনের দেহ মিলেছে। বাকিদের উদ্ধার করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement