Debchandrima Singha Roy

অল্পের জন্য আগুন থেকে বাঁচলেন দেবচন্দ্রিমা, মত পোশাকশিল্পীর, কী ঘটেছিল জানালেন অভিনেত্রী

পরিকল্পনা অনুযায়ী শুট শুরু হলেও হঠাৎ কাগজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় যেন খানিক ভয় পেয়ে তড়িঘড়ি জ্বলন্ত কাগজটি মেঝেয় ফেলে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৬:২১
Share:
একটুর জন্য দুর্ঘটনা এড়ালেন দেবচন্দ্রিমা সিংহ রায়।

একটুর জন্য দুর্ঘটনা এড়ালেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ছবি: ইনস্টাগ্রাম।

সদ্য শেষ হয়েছে তাঁর হিন্দি ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’। মুম্বইয়ে লম্বা সময় কাটিয়ে সম্প্রতি কলকাতায় ফিরেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। অভিনেত্রী জানিয়েছেন, বিশেষ কাজে নিজের শহরে ফিরেছেন তিনি। তার মধ্যেই দুর্ঘটনার কবলে অভিনেত্রী।

Advertisement

পোশাকশিল্পী রুদ্র সাহার সঙ্গে ভিডিয়ো শুট করছিলেন দেবচন্দ্রিমা। সেখানেই বিপত্তি। রুদ্র আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, তাঁর ভাবনা অনুযায়ী হাতে জ্বলন্ত খবরের কাগজ নিয়ে শুটিং করার কথা ছিল দেবচন্দ্রিমার। শুটিংয়ে একটি জ্বলন্ত খবরের কাগজ তাঁর হাতে দেওয়া হয়। নেপথ্যে বেজে ওঠে গান ‘কহি আগ লগে লাগ যাওয়ে’। অভিনেত্রীর পরনে কালো-সাদা লেহেঙ্গা। পরিকল্পনা অনুযায়ী শুট শুরু হলেও হঠাৎ কাগজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাপ এসে লাগে দেবচন্দ্রিমার হাতে। ঘটনার আকস্মিকতায় যেন খানিক ভয় পেয়ে তড়িঘড়ি জ্বলন্ত কাগজটি মেঝেয় ফেলে দেন তিনি। তার পরে নতুন করে আর শুটিং করতেও চাননি।

যদিও অভিনেত্রী বলছেন, “খুব বেশি ভয় পাইনি। মজার রিল ভিডিয়ো বানাচ্ছিলাম আমরা। মজা করেই শুটিং শেষ করেছি। সকলেই ঠিক আছি।” দু্র্ঘটনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি পোশাকশিল্পী রুদ্র। বললেন, “আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। ঠিক সময়ে কাগজ ফেলে না দিলে বড় দুর্ঘটনা ঘটতে পারত দেবচন্দ্রিমার সঙ্গে।” তিনি এ-ও জানান, আগুন নিয়ে শুটিং বলে তাঁরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলেন। প্রচুর জল ছিল শুটিংয়ের জায়গায়। তাই কোনও রকম অঘটন ঘটেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement