শ্রীলীলাই কার্তিক আরিয়ানের ভবিতব্য? ছবি: ফেসবুক।
এই প্রথম তাঁরা জুটি বাঁধলেন। আলাপের বয়স বড়জোর এক মাস। তাতেই নাকি কার্তিক আরিয়ান-শ্রীলীলার প্রেম ছাঁদনাতলা পর্যন্ত গড়াচ্ছে, বলিউডে গুঞ্জন এমনই! দিন কয়েক আগে কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁর আগামী ছবির নায়িকাকে। তখনই গুঞ্জন ছড়িয়েছিল, অনুরাগ বসুর আগামী ছবির এই নতুন জুটি নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন! সপ্তাহ গড়ানোর আগেই ফের নতুন চর্চা। কার্তিকের মা নাকি এই প্রেমে প্রকাশ্যে সিলমোহর দিয়েছেন!
ঘটনাস্থল দুবাইয়ের এক আন্তর্জাতিক পুরস্কার মঞ্চ। কার্তিক সপরিবার আমন্ত্রিত, পুরস্কৃত হবেন। তাঁকে মঞ্চে ডাকার আগে সঞ্চালক কর্ণ জোহর অভিনেতার মা মালা তিওয়ারিকে প্রশ্ন করেন, কেমন বৌমা পছন্দ? কার্তিকের বাড়িতে চিকিৎসাবিদ্যার প্রতি প্রচ্ছন্ন দুর্বলতা রয়েছে। ছেলে জাতীয় স্তরের অভিনেতা। সদ্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পেয়েছেন। মেয়ে কৃতিকা তিওয়ারিকে ডাক্তারি পড়িয়েছেন। মালার ইচ্ছে, বৌমাও চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করুন। সে কথাই তিনি কর্ণকে বলেন, “আমার ছেলের বৌ যেন ভাল চিকিৎসক হন।” এই কথা বলামাত্র সকলের নজর শ্রীলীলার উপর। দক্ষিণী নায়িকাও অভিনয়ের পাশাপাশি ডাক্তারি পড়ছেন!
সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, কার্তিকের মা এ ভাবেই কি শ্রীলীলার দিকে ইঙ্গিত করলেন? পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে প্রকাশ্যে সিলমোহর দিলেন ছেলের প্রেমে?
পুরস্কার বিতরণীর এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছয়লাপ। সংবাদমাধ্যম দুইয়ে দুইয়ে চার করতে ব্যস্ত। রূপ নয়, নায়িকা যে হবু শাশুড়িকে তাঁর গুণ দিয়ে বশ করেছেন— এই নিয়ে বলিউডের অন্দরে কারও কোনও সন্দেহ নেই। এখন কার্তিক-শ্রীলীলার মুখ খোলার অপেক্ষা। ঠিক এই সময়েই দুই তারকা মুখে কুলুপ এঁটেছেন। তা দেখে নিন্দকদের সংশয়, পুরোটা আগামী ছবির প্রচার পরিকল্পনা নয় তো?
উল্লেখ্য, বোন চিকিৎসক হওয়ার পরই বাড়িতে উদ্যাপনের আয়োজন করেছিলেন কার্তিক। সেখানে ‘পুষ্পা ২’ ছবির হিট আইটেম গান ‘কিসিক’-এর তালে নাচতে দেখা যায় শ্রীলীলাকে। পর্দায় এই গানের সঙ্গে নেচেই তিনি বলিউডের নজরে এসেছেন। কার্তিক সে দিন শ্রীলীলার পিছনে দাঁড়িয়ে পুরোটা ভিডিয়ো করছিলেন।