রুবেল দাসের বিয়ের খবরে খুশি অরিজিতা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।
পর্দায় ‘বাবু’র বিয়ের পর মাথায় যেন বাজ পড়েছিল ‘বাবুর মা’-এর। সারা ক্ষণ ছেলেকে সামলাতে সামলাতেই দিন শেষ। তাঁর মুখে ‘বাবু’ ডাক চর্চায়। তাই নিয়ে দর্শকমহলে কম রসিকতা হয়নি। সেই রঙ্গ-ব্যঙ্গের আঁচ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। এ ভাবেই পর্দার ‘বাবুর মা’ অরিজিতা মুখোপাধ্যায় বাস্তবেও যেন ‘বাবু’ রুবেল দাসের মা হয়ে উঠেছেন! ‘নিমফুলের মধু’ ধারাবাহিকের দৌলতে। অবশেষে বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা।
‘পর্দার ছেলে’র বিয়েতে কী করছেন অভিনেত্রী? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে দিলখোলা হাসি অরিজিতার। বললেন, “পর্দায় মা হলেও বাস্তবে আমি আর রুবেল সমবয়সী। ভাল বন্ধু। নতুন জীবন খুব ভাল হোক, মন থেকে চাইছি।” বন্ধুর বিয়ে বলা কথা। সেটের সকলে মিলে রুবেলকে আপ্যায়ন করে আইবুড়ো ভাত খাইয়েছেন। এখনও শুটিংয়ে আসছেন রুবেল। তাই সুযোগ পেলেই তাঁকে নিয়ে ঠাট্টা-তামাশাও চলছে।
ধারাবাহিকে ‘বাবু’ কিন্তু খুব ভাল স্বামী নন! যথেষ্ট মা অন্তপ্রাণ। স্মৃতি হারিয়ে এখন ‘ডন’। বাস্তবে যাতে দুষ্টুমি না করেন তার জন্য ‘বাবুর মা’ পরামর্শ দিচ্ছেন নাকি? “রুবেল যদি মনে করে ও দুষ্টুমি করবে তা হলে ওকে ঠেকায় কার সাধ্য? তবে ও সে রকম ছেলে নয়। খুবই মিশুকে। সকলের সঙ্গে মিলেমিশে থাকে। আশা, শ্বেতাকে যথেষ্ট যত্নেই রাখবে।” অরিজিতার আরও মত, নাচ ও অভিনয় শ্বেতা-রুবেলকে বন্ধুত্বের বাঁধনে বেঁধেছে। তাই অরিজিতা মন থেকে চাইছেন, “আগে বন্ধুত্ব তার পর বিয়ে। সারা জীবন যেন এ ভাবেই বন্ধুত্ব থাকে, ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা।”
বিয়ের জন্য কয়েক দিন ছুটি নেবেন রুবেল। তখন কি ধারাবাহিকের গল্প বদলাবে? সে বিষয়ে এখনও জানেন না অরিজিতা। তাঁর ধারণা, “রুবেল যথেষ্ট দায়িত্ববান। নিশ্চয়ই বাড়তি পর্ব শুট করে যাচ্ছে। পাশাপাশি, রুবেলের অনুপস্থিতির সময়টুকু যাতে আমরা বাকিরা পূরণ করে দিতে পারি তার জন্য আমরাও বাড়তি পর্বের জন্য পরিশ্রম করছি।”