Desher Mati

Desher Mati: রাত জেগে গোপন পরামর্শ ছোটকা-রাজা-মাম্পি-কিয়ানের! নতুন কোনও ফন্দি আঁটলেন?

রাত জেগে কিসের আড্ডায় মশগুল ৪ অভিনেতা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ১৮:০৭
Share:

‘দেশের মাটি’র ছোটকা-কিয়ান-রাজা-মাম্পি

শুক্রবার রাতে হঠাৎই একজোট স্টার জলসার ‘দেশের মাটি’র ছোটকা-কিয়ান-রাজা-মাম্পি! আড্ডা দিচ্ছিলেন সবাই? নাকি গোপন শলা-পরামর্শ করছিলেন? হতেই পারে। সমস্যার তো শেষ নেই ধারাবাহিকের স্বরূপনগরের মুখোপাধ্যায় পরিবারে! কিয়ান বিদেশ চলে যেতেই দল পাকিয়ে নতুন ঝামেলা শুরু করেছে স্থানীয় গুন্ডা শিবু দাস। যার নজর কিয়ানের স্ত্রী নোয়ার উপর। ব্যাপার শুনে চুপচাপ বসে নেই রাজাও। পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছে, হেস্তনেস্ত করেই ছাড়বে। এ দিকে মাম্পি কলকাতায়। খুব শিগগির সেও চলে যাবে বিদেশে। রাজাকে নিয়ে তার দুশ্চিন্তাও কম নয়।

সমস্যার সমাধান খুঁজতেই কি বাকি ৩ জনকে নেটমাধ্যমে ডেকে নিলেন পরিবারের ছোটকর্তা ছোটকা?

ধারাবাহিকের ফ্যান পেজ বলছে, একেবারেই সে সব নয়। যাঁরা সারাক্ষণ দর্শকদের বিনোদন জোগাতে ব্যস্ত, তাঁদের কি অবসর বিনোদন থাকতে নেই? তাই নিছক আড্ডা দিতেই মুখোমুখি ‘ছোটকা’ অনিমেষ ভাদুড়ি, ‘কিয়ান’ দিব্যজ্যোতি দত্ত, ‘রাজা’ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং ‘মাম্পি’ রুকমা রায়। তাঁদের সেই ‘গ্রুপ চ্যাটিং’ ফাঁস ফ্যানপেজে। তারকাদের আড্ডা দেখে নির্ভেজাল বিস্ময়ে হাবুডুবু খেয়েছেন অনুরাগীরা। কারোর প্রশ্ন, আড্ডার সূত্র কী ভাবে পাওয়া যাবে? তিনি নিজের চোখে সেই আড্ডা উপভোগ করতে চান। জনৈকের আবদার, ‘কী আড্ডা দিলেন ৪ জনে? ওঁদের কথাগুলো শুনতে খুব ইচ্ছে করছে’।

Advertisement

ছোটকা-কিয়ান-রাজা-মাম্পির ‘ভিডিয়ো চ্যাট’

অনুরাগীদের কৌতূহল মেটাতে আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করেছিল ‘কিয়ান’ ওরফে দিব্যজ্যোতি দত্তের সঙ্গে। প্রশ্ন শুনে সামান্য অবাক হলেও অভিনেতা জানিয়েছেন, ‘‘৪টে মানুষ ‘গ্রুপ চ্যাটিং’-এ যেমন আড্ডা মারেন, আমরাও সেটাই করেছি। নিজেদের মধ্যে অতি সাধারণ কথা বলেছি। কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটাও আলোচনা হয়েছে।’’ দিব্যজ্যোতির দাবি, অনেক দিন দেখা-সাক্ষাৎ নেই। ভাল লাগছে না কারোরই। সেই জায়গা থেকেই সপ্তাহান্তের আড্ডায় মেতেছিলেন তাঁরা। ‘‘সবাই একে অন্যের খুব পিছনেও লাগছিলাম’’, জানাতে ভোলেননি ছোট পর্দার ‘কিয়ান’।

অতিমারিতে অন্যরা তুলনায় কম ব্যস্ত হলেও অতি ব্যস্ত মুখোপাধ্যায় পরিবারের এই প্রজন্মের ছোট ছেলে। দুর্দিনে রেশন, খাবার নিয়ে প্রায় রোজই দিব্যজ্যোতি পৌঁছে যাচ্ছেন শহর থেকে শহরতলি হয়ে গ্রামে বিপন্নদের পাশে। ‘ছোট্ট প্রয়াস’-এর হাত ধরে তিনি উপস্থিত সেই সমস্ত নিম্ন মধ্যবিত্তের সংসারে, যাঁরা নিভৃতবাসে থাকতে গিয়ে অভুক্ত রয়েছেন। দিব্যজ্যোতির কথায়, রবিবার তিনি পৌঁছে যাবেন পূর্ব মেদিনীপুর। তবে দূরে গেলে রান্না করা খাবারের বদলে রেশন পৌঁছে দেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement