Celebrity Life

‘আপাতত ছোট পর্দা থেকে দূরেই থাকব’, বাংলা ধারাবাহিকের ‘বামাখ্যাপা’ কি পেশা বদলাচ্ছেন?

ছোট পর্দা তাঁকে জনপ্রিয় করেছে। কখনও পৌরাণিক ধারাবাহিক। কখনও রূপকথা। সব্যসাচী চৌধুরী দর্শকপ্রিয়। হঠাৎ কেন তাঁর পথবদল?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৬
Share:

পেশা বদলাচ্ছেন সব্যসাচী চৌধুরী? নিজস্ব ছবি।

ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ শেষ হয়েছে ২০২২-এ। ধারাবাহিকে যিনি সাধক ‘বামাখ্যাপা’র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি সব্যসাচী চৌধুরী। প্রায় দু’বছর হতে চলল তিনি ছোট পর্দা থেকে দূরে। কী করছেন তিনি? কৌতূহল নিয়ে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। অভিনেতার জবাব, “আপাতত ছোট পর্দা থেকে একটু বিরতি নিয়েছি।” বদলে তিনি দুটো ছোট ছবি পরিচালনা করে ফেলেছেন। সঙ্গে লেখালিখি আছেই।

Advertisement

কিন্তু অনুরাগীরা যে তাঁকে পর্দায় দেখার জন্য মুখিয়ে! স্বীকার করে নিয়েছেন সব্যসাচী। স্বপক্ষে যুক্তি, “অনেক ভেবেই আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছি। ধারাবাহিকে অভিনয় মানে সেখানে টানা সময় দিতে হয়। তখন আর অন্য কাজ করতে পারি না।” তবে অভিনয় থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছেন, এমনটাও নয়। খবর, ছোট পর্দার বদলে ওয়েব সিরিজ়, বড় পর্দায় দেখা দেবেন তিনি। রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি ভৌতিক রহস্যরোমাঞ্চ সিরিজ়ে ইতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে।

খবর কতটা সত্যি? প্রশ্ন রাখা হয়েছিল তাঁর কাছে। সব্যসাচী মুখে কুলুপ এঁটেছেন। বদলে জানিয়েছেন, তিনি ‘রাপ্পা রায়’ ছবিতে অভিনয় করছেন। এই প্রথম খলনায়কের ভূমিকায়। খবর আরও আছে। নতুন বছরে আরও একটি সিরিজেও অভিনয়ের কথা আছে তাঁর। আর পরিচালনা? সব্যসাচীর কথায়, “আমাদের একটি ছোট দল আছে, ‘ন্যাড়া ছাদের গল্প’। সেখান থেকে ছোট ছোট ছবি তৈরি হয়েছে। প্রথম ছবি ‘নিষ্পত্তি’ ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।” আরও একটি ছোট ছবির শুটিং শেষ। ছোট পর্দায় অভিনয়ের অর্থ আর্থিক নিরাপত্তা। নিয়মিত উপার্জন সেখানে। সে সব সরিয়ে তিনি লেখালিখি, ছোট ছবি পরিচালনায়। আর্থিক দিক কী করে সামলাবেন? এ বার দৃঢ় জবাব এল, “সব দিক সামলেই আগামীর ভাবনা ভাবছি”।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement