রুদ্রজিৎ, স্বস্তিকা ও বিভান।
কী ভাবেন? যত নাচানাচি একা তৃণা সাহাই করেন? বাকিরা নাচতে পারেন না? দর্শকদের নিজেদের ক্যারিশ্মা দেখাতে এ বার আসরে কোমর বেঁধে নামল জি বাংলা। ‘কৃষ্ণকলি’, ‘কী করে বলব তোমায়’ ও ‘জীবনসাথী’-র অশোক, রাধিকা, তূর্ণ।
কী করলেন তাঁরা? অনুরাগীদের দু’ধরনের নাচ দেখালেন। একটি আমির অর্থাৎ বড় লোকেদের। আরেকটি জনতা জনার্দনের।
কেমন নাচ সেগুলো? বড় লোকেদের সব কিছুই ভীষণ সফিসটিকেট, ধীর স্থির ভাবে। সেই নাচের সময় ব্যাকগ্রাউন্ড স্কোর হালকা। তার তালে তালে অল্প দুলেছেন তিন ধারাবাহিকের তিন অভিনেতা বিভান ঘোষ, স্বস্তিকা দত্ত, রুদ্র মুখোপাধ্যায়। কারও চোখে রোদচশমা। কারও কানে হেডফোন।
আম আদমির নাচের পালা আসতেই সজোরে বেজে উঠল ভোজপুরী গান, ‘কোমরিয়া কো দে লাপালো’। তিন তারকার নাচের ভঙ্গি, ছন্দও গেল পাল্টে। বিভান নিজের জামার খুঁট ধরেই নাচছেন। কান থেকে হেডফোন সরিয়ে ঠুমকায় ব্যস্ত স্বস্তিকা। রুদ্রজিৎও সমান তালে এনার্জিটিক।
সম্ভবত এই প্রথম তিন ভিন্ন ধারাবাহিকের একাধিক চরিত্র এক জোট হয়ে এ ভাবে মাতিয়ে দিলেন ‘বিহাইন্ড দ্য সিন’।
A post shared by 💫✨🌻刀モ乃丹ㄥ工/乃尺工ち匕工🌻✨💫 (@swastikafan775)
আরও পড়ুন: নিজেই ‘টুম্পা ডান্স’ নেচে বিয়ের মণ্ডপে বরকে নিয়ে এলেন তৃণা!
আরও পড়ুন: কোলাজে, ভালবাসায় উজ্জ্বল জন্মদিন, সোশ্যাল পেজে ‘হবু স্ত্রী’ দেবলীনাকে শুভেচ্ছা গৌরবের