Celebrity Marriage

গায়েহলুদের পর প্রকাশ্যে বিয়ের ছবি! হালকা গোলাপি শাড়ি, শেরোয়ানিতে বর-বধূ তাহসান-রোজ়া

শনিবার সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ্যে আনেন তাহসিন-রোজা। আন্তর্জাতিক মানের রূপসজ্জা শিল্পীই পাকাপাকি ভাবে অভিনেতার ঘরনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৮:১৮
Share:

ঘর বাঁধলেন রোজ়া-তাহসান। ছবি: ফেসবুক।

আরবাজ় খানের পথেই হাটলেন অভিনেতা তাহসান! সলমন খানের ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সুরা খান পেশায় রূপটান শিল্পী। তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজ়া আহমেদও তা-ই। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে তাহসান জানিয়েছেন, তাঁর স্ত্রী নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন। ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক মানের রূপটান শিল্পী। বেশ কয়েক বছর ধরে তাহসানের বিয়ে নিয়ে গুঞ্জন ছিল বাংলাদেশের বিনোদন মহল্লায়। শুক্রবার প্রথম অভিনেতা, সঙ্গীতশিল্পীর বিয়ের খবর জানাজানি হয়। সেই সময় তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যায় জানাবেন।

Advertisement

দেওয়া কথা রেখেছেন তাহসান। নির্দিষ্ট সময়ে নবদম্পতির ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। সাদার উপরে গোলাপি আর গেরুয়া সুতোর সূক্ষ্ম কাজ। এমন পোশাকে নিজেদের সাজিয়েছেন রোজ়া-তাহসান। কনের পরনে শাড়ি। বর শেরোয়ানিতে সুপুরুষ। ছবি দিয়ে বিবরণীতে লিখেছেন, “কোনও এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?” বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান, শবনব ফারিয়া প্রমুখ।

তাহসানের প্রথম স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। ২০০৬-এর ৭ অগস্ট গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০১৩-য় তাঁদের কোলে আসে আয়রা। ২০১৪-য় ১১ বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন মিথিলা-তাহসান। যদিও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল, এখনও রয়েছে। এর পর ২০১৯-এ ফের বিয়ের বাঁধনে বাঁধা পড়েন মিথিলা। ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাক ঘোরেন। খবর, মিথিলাকে সেই সময় শুভেচ্ছা জানিয়েছিলেন তাহসান। মিথিলাও কি এ বার সেই পথেই হাঁটবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement