Shreyas Talpare Controversy

জনপ্রিয়তা নষ্ট করতেই মিথ্যে বদনাম, জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন শ্রেয়স

তিনি কোনও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন, শুক্রবার অভিনেতার পক্ষ থেকে এমনই এক বিবৃতি দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১০:৩৩
Share:
জালিয়াতির অভিযোগ নস্যাৎ শ্রেয়স তলপড়ের।

জালিয়াতির অভিযোগ নস্যাৎ শ্রেয়স তলপড়ের। ছবি: সংগৃহীত।

কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ, মামলা দায়ের অভিনেতা শ্রেয়স তলপড়ের বিরুদ্ধে! খবর, উত্তরপ্রদেশে চিটফান্ড প্রকল্পের নামে প্রতারণার সঙ্গে জড়িত তিনি। বৃহস্পতিবার এমনই এক খবরে নতুন করে চর্চায় অভিনেতা। দিনভর চাপানউতরের পর শুক্রবার শ্রেয়সের দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, শ্রেয়স এ রকম কোনও জালিয়াতির সঙ্গে যুক্ত নন। টিমের আরও দাবি, অভিনেতা অনেক পরিশ্রম করে এই উচ্চতায় পৌঁছেছেন। সম্ভবত সেই কারণেই বার বার তাঁর নামে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

Advertisement

অভিনেতার পক্ষ থেকে বিবৃতিতে আরও লেখা হয়েছে, “অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যিনি কষ্ট করে, নিজের পরিশ্রমে জনপ্রিয়তা পান তাঁর বিরুদ্ধে মিথ্যা খবর ছড়িয়ে টেনে নামানোর চেষ্টা করা হয়। যা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের বিদ্বেষমূলক খবরের কোনও ভিত্তি নেই।” সেখানে আরও জানানো হয়, যে কোনও প্রথম সারির অনুষ্ঠানে শ্রেয়স আমন্ত্রণ পান তাঁর সততার জোরেই। অসৎ হলে এই ধরনের অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পেতেন না। একই সঙ্গে গুজবের সত্যতা যাচাই করার অনুরোধও জানানো হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, “এ ভাবে কোনও অভিনেতার দিকে আঙুল তোলার আগে সেই অভিযোগ একবার যাচাই করা দরকার। নইলে কোনও সৎ ব্যক্তি অযথা কলঙ্কিত হন।” অভিনেতা সব সময় দেশের আইন মেনে চলেন। সব বিষয়ে স্বচ্ছ থাকার চেষ্টা করেন। তার পরেও তাঁর বিরুদ্ধে অকারণ কুৎসা ছড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমে প্রকাশ, উত্তরপ্রদেশের মাহোবা জেলায় গত ১০ বছর ধরে এই জালিয়াতি চলছিল। মূল অভিযুক্ত ‘দ্য লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফ্‌ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি সংস্থা চালাতেন। ওই সংস্থায় বিনিয়োগ করলেই মোটা অঙ্কের টাকা ফেরত পাবেন— এই ভুয়ো স্তোকবাক্যে গ্রামবাসীদের ভুলিয়ে তাঁদের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওই সংস্থা। সম্ভবত সেই খবর পৌঁছেছিল প্রশাসনের কাছে। এর পরেই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু হলে এজেন্টরা সংস্থার অফিসের ঝাঁপ ফেলে তড়িঘড়ি সেই গ্রাম থেকে পাততাড়ি গোটান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement