Rituparna Sengupta

পার্পল রঙা বিকিনিতে ঋতুপর্ণা, শীত সকালেই ঘাম ছোটালেন নেটাগরিকদের

কলকাতায় না থেকেও চর্চায় কী ভাবে থাকতে হয়, জানেন অভিনেত্রী। অতিমারির সময় থেকেই তিনি পরিবারের সঙ্গে পাকাপাকি সিঙ্গাপুরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৫:১৬
Share:

ঋতুপর্ণা সেনগুপ্ত।

ঋতুপর্ণা সেনগুপ্তের ছবিতে বৃহস্পতিবারের শীতের সকালও তপ্ত হয়ে উঠল! সক্কাল সক্কাল সামাজিক পাতায় শেয়ার করেছেন বিকিনি পরা পুরনো ছবি। ছবিতে পার্পল রঙা সাঁতারের পোশাকে অভিনেত্রীর গমরঙা শরীর যেন ঝলসে উঠেছে। চোখে একই রঙের রোদচশমা। খোলা চুলে স্যুইমিং পুলের সিঁড়িতে আধ ভেজা নায়িকা। ছবি বলছে, এখনও হাসতে হাসতে ঋতুপর্ণা টক্কর দিতে পারেন হালের যে কোনও নায়িকার সঙ্গে।

Advertisement

প্রমাণও করে দিলেন, ওল্ড ইজ গোল্ড।

কলকাতায় না থেকেও চর্চায় কী ভাবে থাকতে হয়, জানেন অভিনেত্রী। অতিমারির সময় থেকেই তিনি পরিবারের সঙ্গে পাকাপাকি সিঙ্গাপুরের বাসিন্দা। কখনও তিনি অন্দরমহলের ছবি দিয়ে ভাইরাল হন নেটপাড়ায়। কখনও বা নেটাগরিকেরা তাঁর দাম্পত্য প্রেম দেখে মুগ্ধ হন।

Advertisement

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

ঋতুপর্ণা সেনগুপ্ত অতিমারির আগে শেষ কাজ করেছেন অরিন্দম শীলের ‘মায়াকুমারী’-তে। ছবিতে তিনিই মুখ্য ভূমিকায়। তাঁকে ঘিরে আবর্তিত সমস্ত চরিত্র। পরিচালকের জবানিতে, চারের দশকের স্বনামধন্য নায়িকা এই মায়াকুমারী। সিনেমার মধ্যে সিনেমায় তাঁর নায়ক কানন কুমার। মায়াকুমারী যখন জনপ্রিয়তার তুঙ্গে তখনই তিনি ছেড়ে দেন রূপোলি পর্দা। বিয়ে করেন শীতল ভট্টাচার্যকে। হঠাৎ কেন গ্ল্যামার দুনিয়া ছাড়লেন মায়াকুমারী? সিনে ইতিহাস বলছে, চারের দশকে দুঃসাহসিক চুম্বন দৃশ্যে অভিনয়ের পরেই নাকি পর্দানসীন তিনি! অতীতের বহু বিতর্ক পিছনে ফেলে।

আরও পড়ুন: মা-বাবা এবং রাহুল, শহর থেকে দূরে কোথায় গেলেন সন্দীপ্তা?

অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলেছেন। সেখানেও নিত্য নতুন বিষয় নিয়ে আসছেন অনুরাগী দর্শক-শ্রোতাদের জন্য।

আরও পড়ুন: বিয়ে থেকে মুখ ফিরিয়েছে বনি-কৌশানির পরিবার! ভাঙছে সম্পর্ক?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement