South Indian Film

Ram Charan: দু’টি সিংহ শাবক দত্তক নিলেন অভিনেতা রাম চরণের স্ত্রী, নাম দিলেন ভিকি এবং লক্ষ্মী

দুই সিংহ শিশুর খাওয়াদাওয়া এবং লালনপালনের দায়িত্ব নিয়েছেন উপাসনা। ইতিমধ্যেই দুই সিংহ শিশুর নাম রেখেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ২১:০১
Share:

রাম চরণ এবং উপাসনা।

দু’টি সিংহ শাবককে দত্তক নিলেন দক্ষিণী অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি। হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্ক থেকে দু’টি শাবককে নিয়ে এসেছেন তিনি।

চিড়িয়াখানার এক কর্মী বিষয়টিকে প্রকাশ্যে এনেছেন। এই দুই সিংহ শিশুর খাওয়াদাওয়া এবং লালনপালনের দায়িত্ব নিয়েছেন উপাসনা। ইতিমধ্যেই দুই সিংহ শিশুর নাম রেখেছেন তিনি— ভিকি এবং লক্ষ্মী। সূত্রের খবর, চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দু’লক্ষ টাকার একটি চেক দিয়েছেন উপাসনা। সেখানে পশুপাখিদের যে ভাবে যত্ন করা হয়, তা দেখে উপাসনা মুগ্ধ হয়েছিলেন। তাই এই চিড়িয়াখানা থেকেই দুই সিংহ শাবককে দত্তক নেন তিনি।

Advertisement
আরও পড়ুন:

উপাসনা আগাগোড়াই পশুপ্রেমী। এ ছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন তিনি। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও তিনি জড়িত। সেখানে যাঁরা ভর্তি হন, তাঁদেরও নানা ভাবে সাহায্য করেন রাম চরণের স্ত্রী। বিশেষ নজর দেন শরীরচর্চার দিকেও। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় সে কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement