Madhubani Goswami

১১ বছর আগে ‘স্যাট করে’ ভালবাসা! ‘সরকার বদলালেও বদলায়নি প্রেম’, দাবি রাজা-মধুবনীর 

মঙ্গলবার তাঁদের প্রেমের ১১ বছরের উদযাপন সারলেন। নেটমাধ্যমে সে কথাই নিজস্ব ভঙ্গিতে অনুরাগীদের জানালেন ‘খড়কুটো’র ‘রূপাঞ্জন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১৮:৩২
Share:

মধুবনী-রাজা

প্রথম আলাপ ২০১০-এ। ধারাবাহিক ‘ভালবাসা ডট কম’-এর সেটে। পরে সংবাদমাধ্যমে জানিয়েছেন, শুরুতে নাকি তাঁরা বেসুরে বেজেছিলেন! যখন প্রেম এল, তখন এক্কেবারে বানভাসি। রাজা-মধুবনী গোস্বামীর কথায়, ‘ধারাবাহিকে কাজ করতে গিয়ে স্যাট করে প্রেমে পড়ে গিয়েছিলাম’| সেই প্রেম ছাদনাতলা ঘুরে সুখী গৃহকোণে বন্দি। খুব শিগগির নতুন মা-বাবা হতে চলেছেন ২ অভিনেতা। মঙ্গলবার তাঁদের প্রেমের ১১ বছরের উদযাপন সারলেন। নেটমাধ্যমে সে কথাই নিজস্ব ভঙ্গিতে অনুরাগীদের জানালেন ‘খড়কুটো’র ‘রূপাঞ্জন’।

Advertisement

১১টা বছর কাটানোর পর তাঁদের সম্পর্ক এখন কোন স্তরে? নিজের সামাজিক পাতায় রাজার দাবি, ‘গাড়ি বদলেছে। বাড়ি বদলেছে। সরকার বদলেছে। বদলায়নি শুধু প্রেম’। ভালবাসার কথা বলতেই পুরনো স্মৃতি ঝাঁপিয়ে পড়েছে। এখনও রাজার মনে হয়, এই তো সে দিনের ঘটনা! চোখ বন্ধ করলেই দেখতে পান, লাল মারুতিতে পাশাপাশি বসে তিনি আর মধুবনী। গাড়ি ছোট। কিন্তু জায়গার অভাব হয়নি কোনও দিন, জানিয়েছেন অভিনেতা।

১১ বছরের পথচলার সব স্তর ভাগ করে নিয়েছেন তাঁরা। মা হওয়ার প্রতিটি ধাপ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মধুবনী। ‘পূর্ণ গর্ভ’, ‘সাধ’ খাওয়ার ছবিও শেয়ার করেছেন নেটমাধ্যমে। অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। এ বার পালা ‘ওম’-এর। তাঁর ‘তোড়া’কে আরও এক বার ‘ভালবাসি’ বলতেই দম্পতিকে ভালবাসা উজাড় করে দিয়েছেন ৬১ হাজার নেটাগরিক!

Advertisement

‘ভালবাসা ডট কম’ এ ভাবেই থেকে যায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement