Durga Puja 2020

পুজোয় পাহাড়ে, হিমাচল থেকে পোস্ট পরমব্রতর

২০২০ শুধু পুজো থেকে নয়, প্রাণের শহর থেকে দূরে সরিয়ে দিয়েছে আমায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১৮:৩০
Share:

পুজো সেলিব্রেশনে নয়, আকণ্ঠ ব্যস্ততায় ডুবে পরিচালক-অভিনেতা। তার স্পষ্ট ইঙ্গিত ইনস্টাগ্রাম পোস্ট জুড়ে।

Advertisement

কাজের ফাঁকে নিজের শহরকে কী ভাবে মনে করছেন পরমব্রত, তাঁর লেখার প্রতি ছত্রে কলকাতা আর দুর্গাপুজো মিস করার অনুভূতিতে মাখামাখি। অভিনেতার বক্তব্য, ‘‘এই নিয়ে জীবনে দু’বার দুর্গাপুজোয় কলকাতা ছেড়ে বাইরে। ২০২০ শুধু পুজো থেকে নয়, প্রাণের শহর থেকে দূরে সরিয়ে দিয়েছে আমায়। সবাই যখন সতর্কতা মেনে উপভোগ করছেন মহাষ্টমী, আমি হিমাচলে। সকাল থেকে সন্ধে শ্যুটিংয়ে ব্যস্ত। ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে।’’

অভিনেতার কাছে পুজোর পাঁচ দিনের সেরা অষ্টমী। ছোট থেকে দেখে এসেছেন, সাজ থেকে ভূরিভোজ— বাঙালিরা এই দিনটিকে বিশেষ ভাবে পালন করেন। তিনিও এ ভাবেই অভ্যস্ত ছিলেন। রুটিন বদলে দিয়েছে শ্যুটিং-সূচি। তাই কাজের শেষে এমন দিনে তাঁর অবসর বিনোদন ওয়েব সিরিজ, ছবি আর গল্পের বই। অবশ্য ফাঁক তালে ঘুরে দেখেওছেন পাহাড়ি শহরকে।

Advertisement

আরও পড়ুন: অষ্টমীতে ধুতি-পাঞ্জাবি লুক! ইউভানের ফ্যাশনে তোলপাড় সোশ্যাল মিডিয়া

আর তখনই নাকি বেশি করে পরমব্রতের মনে পড়েছে সুন্দরী তিলোত্তমাকে, ‘‘ইসসসস! সবাই এখন নিশ্চয়ই সতর্কতা বিধি মেনে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েছেন। কিংবা বাড়িতেই আত্মীয়দের নিয়ে চলছে হাউস পার্টি। আমাকে দেখুন! একা আমি বাংলার বাইরে। ভীষণ মনে পড়ছে কখনও উদ্ধত, কখনও মায়াবি, রোম্যান্টিক আমার শহরকে। বারেবারে হাতছানি দিচ্ছে আমার বসার ঘর। যেন ফিসফিসিয়ে বলছে, এখানে এসে জানলা খুললেই দেখা যাবে মায়ের আবছায়া অবয়ব!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement