Mimi Chakraborty

মৌসুনি দ্বীপে ‘রেড অ্যালার্ট’ জারি সাংসদ মিমির!

সাংসদ-তারকার আগামী শ্যুটিং, মৌসুনি দ্বীপ, সেখানকার প্রকৃতি পুঙ্খানুপুঙ্খ ভাবে ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৭:১১
Share:

মিমি চক্রবর্তী।

ফের শ্যুটিংয়ে মিমি চক্রবর্তী। সোশ্যাল পেজে শেয়ার হওয়া ছবি বলছে, এ বার তিনি সুন্দরবনের মৌসুনি দ্বীপের চরায়। কখনও সেই দ্বীপেরই সমুদ্রতীরে। তাঁকে ঘিরে ছড়িযে ছিটিয়ে ম্যানগ্রোভ গাছ। পায়ের তলায় বালি। দূরে সারি বাঁধা ডিঙি নৌকো। সম্ভবত তিনি ব্যস্ত আগামী মিউজিক ভিডিয়োর কাজে।
সেখানেই 'রেড অ্যালার্ট' জারি করেছেন মিমি। কী ভাবে?

পরনে ফ্রিল দেওয়া অফ শোল্ডার টকটকে লাল গাউন। বাতাসে অশান্ত লাল রঙের লম্বা ওড়না। ঝকঝকে নীল আকাশও যেন অবশ তারকার পোশাকের লালিমার ঔদ্ধত্যের কাছে।

সাংসদ-তারকার আগামী শ্যুটিং, মৌসুনি দ্বীপ, সেখানকার প্রকৃতি পুঙ্খানুপুঙ্খ ভাবে ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়। সেই ভিডিয়োও শেয়ার করেছেন মিমি। ক্লিপিং বলছে, মেকআপ আর্টিস্ট স্যান্ডি এবং ইউনিটের লোকেদের নিয়ে মিমি বালিয়াড়িতে শ্যুটে ব্যস্ত। বেশ কিছুদিন ধরেই শ্যুটিংয়ের টুকরো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি।

Advertisement

A post shared by Mimi (@mimichakraborty)

২০১৯-এর পুজোয় মিমি প্রথম সামনে এনেছিলেন নিজস্ব ইউটিউব চ্যানেল। মুক্তি পেয়েছিল তাঁর ড্রিমস অ্যালবাম, তাঁর গাওয়া ‘অনজানা’ এবং ‘পল’। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সাংসদ-তারকা অনুরাগীদের রিটার্ন গিফট দিয়েছিলেন তাঁর তৃতীয় গান ‘পরি হুঁ ম্যায়’।

তা হলে কি আগামী বছরের জন্মদিনের রিটার্ন গিফটের আয়োজনেই ব্যস্ত তিনি?

Advertisement

আরও পড়ুন: বাধ্য হয়ে গর্ভপাতের অভিযোগ, নানার জন্যই নাকি ভেঙে যায় প্রকাশ ঝা ও দীপ্তি নবলের দাম্পত্য

‘জলদ হাম কোয়ি শক্ত ইনকলাব দেখেঙ্গে...’ রাজ্য রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত দিলেন সায়নী?​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement