Krushal Ahuja

সুরিন্দর ফিল্মের প্রযোজনায় এ বার ক্রুশল! সই করলেন তিন-তিনটি ছবি?

ছোট পর্দায় জনপ্রিয় মুখ ক্রুশল আহুজা। ধীরে ধীরে পা রাখছেন বড় পর্দায়। শোনা যাচ্ছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন ছবিতে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৭
Share:

ক্রুশলের নতুন যাত্রা।

ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই বড় পর্দায় নাম লিখিয়ে ফেলেছেন তিনি। প্রথম ছবিতে দিতিপ্রিয়া রায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। তিনি ক্রুশল অহুজা। মাঝে অবশ্য তিনি হিন্দি ধারাবাহিকও করেছেন। এ বার এল নতুন খবর। টলিপাড়ায় নতুন গুঞ্জন এসকে মুভিজের পর এ বার সুরিন্দর ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা।

Advertisement

নিসপাল সিংহ রানে সুরিন্দর ফিল্মসের কর্ণধার। শোনা যাচ্ছে, তাঁর প্রযোজনা সংস্থার আগামী তিনটি ছবির জন্য ক্রুশলকে সই করিয়েছেন প্রযোজক। এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় রানের সঙ্গে। তাঁর দাবি, এই খবর সম্পূর্ণই রটনা। কিন্তু টলিপাড়ার গুঞ্জন বলছে অন্য কথা।

তাই তিনি রটনা বললেও খবর সম্পূর্ণ ভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে পরিচালক রাজীব কুমার আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, পুজোর পর তিনি সুরিন্দরের প্রযোজনায়ই ছবি তৈরি করবেন। তবে সেই ছবির নায়কই কি হবেন ক্রুশল? সবটাই এখনও ধোঁয়াশা। এখন প্রশ্ন হল এই ধোঁয়াশা কাটবে কবে? সেই উত্তর দেবে সময়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement