প্রয়াত অভিনেতা দেবরাজ স্মরণে ধৃতিমান চট্টোপাধ্য়ায়। সংগৃহীত চিত্র।
দেবরাজ রায় প্রয়াত। খবর ছড়াতেই শোকের ছায়া বাংলা বিনোদন দুনিয়ায়। প্রয়াত অভিনেতার প্রথম সহ-অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়। দু’জনে একটিই ছবিতে অভিনয় করেছিলেন, সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে সে প্রসঙ্গ তুলতেই ধৃতিমান বললেন, ‘‘সাল ১৯৭০। আমরা তখন নতুন। দেবরাজ আর আমি মানিকদার ছবিতে অভিনয় করলাম। তখনই বুঝেছিলাম, ও অনেক দিন থাকতে এসেছে।’’
দেবরাজের কণ্ঠ অন্যদের মতো ধৃতিমানেরও পছন্দের। ওঁর কথায়, ‘‘এটা বাড়তি আকর্ষণের জায়গা। সুপুরুষ, সুকণ্ঠের অধিকারী কম জনই হন। ওর সেটা ছিল।’’ এই প্রতিভাই তাঁকে জনপ্রিয় সঞ্চালক, সংবাদপাঠক হিসেবে পরিচিতি দিয়েছিল। প্রায় রোজ তাঁকে দূরদর্শনের পর্দায় দেখা যেত। এতে কি তাঁর জৌলুস কমে গিয়েছিল? মানতে রাজি নন ধৃতিমান। তিনি বলেছেন, ‘‘এটা ওর বাড়তি প্রতিভা। যার জোরেই অন্যদের থেকে দেবরাজ আলাদা। ওই সময়ে অনেকেই এ ভাবে নিজেকে অন্য মাত্রায় তুলে নিয়ে গিয়েছিলেন। এতে অভিনেতার জৌলুস একটুও কমে না।’’
ধৃতিমানের প্রয়াত অভিনেতার কোন সত্তা বেশি পছন্দের? প্রবীণ অভিনেতা জানিয়েছেন, পর্দা আর মঞ্চের সফল অভিনেতাকেই তিনি মনে রাখবেন। আফসোস, আরও কয়েকটি ছবি যদি দেবরাজের সঙ্গে করতে পারতেন!