Debadrita Basu

ফিরছে আর্শিয়া, ‘আলো’ মুছে ‘মীরাবাঈ’ দেবাদৃতা বসু?

কিছু দিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’। যেখানে ২ বোনের অন্যতম ‘আলো’র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবাদৃতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ১৭:৪৭
Share:

দেবাদৃতা বসু।

প্রথম জন সবার প্রিয় ‘ভুতু’। দ্বিতীয় জনের দুটো পরিচয়, ‘জয়ী’ আর ‘আলো’। খবর, একই চরিত্রে তাঁরা দু’জনেই অভিনয় করতে চলেছেন। কোন চ্যানেলের কোন ধারাবাহিকে দেখা যাবে আর্শিয়া মুখোপাধ্যায়, দেবাদৃতা বসুকে? প্রচারিত প্রোমো বলছে, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মীরাবাঈ’য়ে দেখা যাবে তাঁদের। আনন্দবাজার ডিজিটালকে দেবাদৃতা জানিয়েছেন, ছোট মীরাবাই আর্শিয়া। পরিণত ‘কৃষ্ণপ্রিয়া’র চরিত্রে তিনি।

কিছু দিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’। যেখানে ২ বোনের অন্যতম ‘আলো’র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবাদৃতা। আক্ষরিক অর্থেই ‘ছায়া’র এক দম বিপরীত মেরুর বাসিন্দা সে। সেই রেশ কাটার আগেই কি সাধিকার চরিত্রে প্রবেশ করলেন অভিনেত্রী? দেবাদৃতার মতে, ‘‘রেশ কাটে না। এক চরিত্র থেকে বেরিয়েই অন্য চরিত্রে সঙ্গে সঙ্গে পা রাখি না। অভিনেতাদের জীবনে সব চরিত্রই থেকে যায় নিজের মতো করে। এতদিন দর্শকেরা ‘জয়ী’ বা ‘আলো’ বলে ডাকতেন। এ বার নতুন সংযোজন ‘মীরা’।’’

যদিও ‘মীরাবাঈ’ চরিত্রটি পেয়ে প্রথমে বেশ টেনশনে পড়ে গিয়েছিলেন দেবাদৃতা। সম্পূর্ণ ঐতিহাসিক একটি চরিত্র। একই সঙ্গে লোকপ্রিয়া। ঠিক মতো ফুটিয়ে তুলতে পারবেন তো? অভিনেত্রীর কথায়, ‘‘সেই জন্যই প্রশিক্ষণের পাশাপাশি মীরাবাইকে নিয়ে পড়াশোনা করছি। যাতে তাঁকে নিজের মধ্যে ধারণ করতে পারি।’’ তাঁর দাবি, মীরা আদতে ভীষণ সরল, সুন্দর একটি চরিত্র। যাঁকে অনুভব করা যায় সহজেই। তাই অভিনেত্রীর আশা, আগামী দিনে চরিত্রের প্রতি তিনি হয়ত সুবিচারই করতে পারবেন। মীরাবাই মানেই গান। নিখুঁত ঠোঁট মেলানোর বিষয়টিও নিশ্চয়ই আলাদা করে মাথায় রাখতে হচ্ছে তাঁকে? দেবাদৃতার দাবি, প্রশিক্ষণের মধ্যেই সংলাপ উচ্চারণ, ঠোঁট মেলানো, পড়াশোনা সবটাই রয়েছে।

আপাতত শুধুই প্রোমো শ্যুট হয়েছে। সেখানে ‘ছোট মীরাবাঈ’ আর্শিয়া, দেবাদৃতা এবং ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের পরব্ধী সিংহকে দেখা যাচ্ছে। পরব্ধী মারীবাইয়ের ইষ্টদেবতা ‘কৃষ্ণ’। শ্যুটিং খুব শিগগিরই শুরু হবে বলে মনে করছেন অভিনেত্রী। যদিও সম্প্রচারণের তারিখ, পরিচালকের নাম জানেন না তিনি। তাঁর অংশের শ্যুটও শুরু হবে একটু দেরিতে। ‘‘আপাতত আর্শিয়ার অংশ ক্যামেরাবন্দি হবে। আমি তাই এখনও ছুটির মেজাজে’’, জানালেন ‘বড় মীরাবাঈ’। ‘আলো ছায়া’র শ্যুট শেষ হতেই তিনি ঘুরে এসেছেন শৈল শহর।

ভোগে নয় ত্যাগে বিশ্বাসী মীরা। দেবাদৃতাও কি তাই? একটু থমকে দৃঢ় জবাব, ‘‘দেবাদৃতা আর মীরাবাই এক নয়। ২ জনে ২ প্রজন্মের। তাই যে যার বিশ্বাসে বিশ্বাসী।’’ তার পরেই অভিনেত্রীর দাবি, মীরাবাই সম্পূর্ণ ত্যাগ করেননি। তাঁর ভোজের সঙ্গে বিয়ে হয়েছিল। হয়তো দাম্পত্য গড়ে ওঠেনি। গাঢ় বন্ধুত্ব ছিল। নতুন ধারাবাহিক সেই অজানা মীরাবাইকেই আনতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement