Mimi Chakraborty

করোনার এত সাহস মিমিকে ধরবে: অঙ্কুশ

মিমি-অঙ্কুশের খুনসুটি অব্যাহত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ১৮:০১
Share:

নায়িকার ‘লেগপুল’ করার একটা সুযোগও ছাড়েন না অঙ্কুশ।

নাক মুখ কুঁচকে অনেক কষ্টে বাইরে বেরিয়ে আসতে চাওয়া হাঁচিটাকে আটকে ফেললেন মিমি। সামলে নিলেন নিজেকে।এই দৃশ্য কোনও ছবির নয়।দেখা গেল ইনস্টাগ্রামে। করোনা পরীক্ষা করতে যাওয়ার অভিজ্ঞতাকে ক্যামেরাবন্দি করলেন সাংসদ-অভিনেত্রী। দেখা যাচ্ছে পিপিই পরিহিত স্বাস্থ্যকর্মী সোয়াব সংগ্রহ করছেন নায়িকার। কিছুটা ‘নার্ভাস’ হয়ে বসে রয়েছেন মিমি। সেখানেই অঙ্কুশ লিখে বসলেন, “করোনার এত সাহস তোকে ধরবে? অল দ্য বেস্ট”। তার সঙ্গে চোখ ফেটে জল বেরনো হাসির ইমোজি!

Advertisement

মিমি-অঙ্কুশের খুনসুটি অব্যাহত। নায়িকার ‘লেগপুল’ করার একটা সুযোগও ছাড়েন না অঙ্কুশ। কখনও ফ্লাইটে মিমির ঘুমন্ত ছবি ফাঁস করে দিয়ে লেখেন “আমার সিটটা দয়া করে বদলে দিন”। আবার কখনও তাঁকে অনুকরণ করে ছবি তুলে পোস্ট করে নিজেকে ‘ফ্যানবয়’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি “বোঝে না সে বোঝে না” ছবিতে মিমিকে দেখে মুগ্ধ হয়েছিলেন। নায়িকাও জবাব ফিরিয়ে দেন ‘ভিলেন’কে। এই করোনাকালেও মিমিকে রেহাই দিলেন না তিনি।

আজ সকালে ‘বাজি’ ছবির শুটিং- এর জন্য মিমি উড়ে গেলেন লন্ডনে। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে মিমিকে। করোনা অতিমারির জন্য শুটিং বন্ধ করে ১৮ মার্চ ছবির টিমকে ফিরে আসতে হয়ে ভারতে। এ বার ফের কাজ শুরুর পালা। তাই নিয়ম অনুযায়ী যাওয়ার আগে নিজের এবং টিমের করোনা পরীক্ষা করালেন নায়িকা। জানালেন তিনি এবং টিমের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ।

Advertisement

Did my Covid-19 test yesterday, frankly speaking i was a bit nervous but my amla aloevera nd turmeric helped i guess😂 and i along wit my entire team hav been tested NEGATIVE about which m very positive. Ready to fly now to resume work in London for my film which we were shooting when the pandemic broke nd had to stop nd come bak immediately. Need ur blessings so that we can complete our work nd fly home safe before pujas. And my salute to the frontline workers who r working relentlessly for our health nd safety.So plzz wear ur masks and help each other🙏 FYI:(it tickles u bad big time yes it does)

A post shared by Mimi (@mimichakraborty) on

পাশাপাশি করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়েছেন মিমি। সবাইকে সুস্থ ও সাবধানে থাকার বার্তা দিয়েছেন তাঁর পোস্টে। মাস্ক ব্যবহারের কথাও মনে করিয়েছেন সাংসদ-অভিনেত্রী।

আরও পড়ুন: রেটিং চার্টে আবার শীর্ষে ‘রাণী রাসমণি’, কিসের জোরে?

আরও পড়ুন: বন্দিনী রিয়া জেলে যোগাভ্য়াস শেখাতেন, লড়বেন ‘বাঘিনি’-র মতো, দাবি আইনজীবীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement