Ankush Hazra

মলদ্বীপে ছুটিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, হঠাৎ মায়ের কথা মনে পড়ল কেন অভিনেতার?

সুযোগ পেলেই নিজেকে নিয়ে রসিকতায় মাতেন অঙ্কুশ। অনুরাগীরা উপভোগও করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১২:০৫
Share:

অঙ্কুশ-ঐন্দ্রিলা।

রাজা চন্দের ছবি ‘ম্যাজিক’ পর্দায় ম্যাজিক দেখিয়েছে। লকডাউন ওঠার পর প্রথম বাংলা ছবি সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স সহ সর্বত্র ভাল ব্যবসা করেছে। হাউজফুল বোর্ডও ঝুলতে দেখা গিয়েছে সিনেমা হলের বাইরে, আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছিলেন অঙ্কুশ হাজরা। এই ছবিতে তিনি প্রথম জুটি বেঁধেছেন রিল লাইফ প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে। প্রথম ছবিতেই জুটির হিট রসায়ন। এর পরেও উদযাপন হবে না?

Advertisement

আপাতত সেই উপলক্ষেই দুজনে মলদ্বীপে। সেখানে গিয়ে হঠাৎ মাকে ভীষণ ভাবে মনে পড়েছে অঙ্কুশের। প্রেমিকাকে নিয়ে বেড়াতে গিয়ে কেন মাকে মনে পড়ল তাঁর? উত্তর রয়েছে নেট মাধ্যমেই। মলদ্বীপে যে হোটেলে উঠেছেন সেই হোটেলে ১ গ্লাস লেমোনেডের দাম ভারতীয় মুদ্রায় হাজার টাকা! দাম শুনে চোখ ট্যারা অভিনেতার। প্রশ্ন, লেমোনেডের মধ্যে কি হিরে, জহরত লুকোনো? নইলে এত দাম কেন ১ গ্লাস সরবতের! তার পরেই ছবি দিয়ে ক্যাপশন, ‘সরবতের মধ্যে লুকোনো হিরে খুঁজছি!’ ডুকরে উঠেছেন, ‘কেন জানি না মাকে ভীষণ মনে পড়ছে। মা... ও মাগো!’

সুযোগ পেলেই নিজেকে নিয়ে রসিকতায় মাতেন অঙ্কুশ। অনুরাগীরা উপভোগও করেন। এ বারেও অঙ্কুশের পোস্টের লাইক সংখ্যা ২৭ হাজার। সরবতের দাম জানানোর পাশাপাশি হোটেলের প্রশংসা করতেও ভোলেননি অভিনেতা। হোটেলে তাঁদের ঘরের ভিডিয়ো তুলে শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

ক্লিপে দেখা গিয়েছে, বিশাল ঘরে ধপধপে বিছানা। চাদরে লেখা স্বাগত! দরজা খুললেই সামনে অনন্ত সমুদ্র। পুরো হোটেলটাই সমুদ্রের বুকে ভাসমান। সেই জল ঢেউ তুলেছে হোটেলের ডেকেও। জলের উপরে পুরু নেট। যেখানে আরাম করে শুয়ে পড়লেই মাথার উপর খোলা আকাশ।

ক্যাপশনে আবারও ফুটে উঠেছে অঙ্কুশের মনের কথা, ‘স্বর্গ এখানেই!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement