Anirban Bhattacharya

বিবাহ অভিযান

অতিমারি এখনও শেষ হয়নি। তাই অভ্যাগতের তালিকাও সীমিত রাখতে হয়েছে অনির্বাণকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৩:১০
Share:

—ফাইল চিত্র।

দীর্ঘ দিনের বান্ধবীর সঙ্গে এ বার কাগজে-কলমে বিয়েটা সেরে ফেলতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর নাট্যদুনিয়ার বন্ধু মধুরিমা গোস্বামীর সঙ্গে আগামী ২৬ নভেম্বর রেজিস্ট্রি করছেন অনির্বাণ, সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে। মধুরিমার সঙ্গে অনির্বাণের আলাপ বছর বারো আগে, থিয়েটারের সূত্রে। প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর কন্যা মধুরিমা এবং অনির্বাণ ‘হাতিবাগান সঙ্ঘারাম’ দলে একসঙ্গে কাজ করেছেন দীর্ঘ দিন। অতিমারির আগেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল, যা পিছিয়ে গিয়েছিল লকডাউনের কারণে। বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠান আড়ম্বরহীন ভাবেই করতে চান অনির্বাণ। বললেন, ‘‘ব্যক্তিগত ভাবে আমরা কখনওই চাইনি এই নিয়ে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে লেখালিখি বা আলোচনা হোক। পুরো বিষয়টাই ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম। আমাদের দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধবকেই বলেছি শুধু।’’
ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছে অনির্বাণের বিয়ের আমন্ত্রণবার্তা পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। ২৭ নভেম্বর বিবাহ -অনুষ্ঠানের জায়গাতেই রিসেপশনের আয়োজন করা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়, ব্রাত্য বসু-সহ অনেকেই রয়েছেন অতিথি-তালিকায়। অতিমারি এখনও শেষ হয়নি। তাই অভ্যাগতের তালিকাও সীমিত রাখতে হয়েছে অনির্বাণকে। অনির্বাণ বললেন, ‘‘অতিমারির আবহে নির্দিষ্ট অতিথি-সংখ্যার বাইরে যেতে অপারগ আমরা।
যখন মনস্থির করেছিলাম বিয়ে করব বলে, তখনও প্যানডেমিক আসেনি। সেই সময়ে ঠিক করে নিয়েছিলাম, জাঁকজমক করে বিয়ে করব না। খুব ঘরোয়া ভাবেই অনুষ্ঠানের পরিকল্পনা ছিল।’’
বরাবরই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক অনির্বাণ। গত শীতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রিসেপশনে একসঙ্গে গিয়েছিলেন অনির্বাণ-মধুরিমা। তার পর থেকে দু’জনের বিয়ের জল্পনা শুরু হয়, যা পূর্ণতা পেতে চলেছে আগামী সপ্তাহে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement