পর্তুর ব্রিজে অ্যাকশন

পর্তুগালের উপকূলীয় একটি শহর পর্তু। সেখানকার বৃহত্তম সেতু দু’দিন বন্ধ রেখে একটি চেজ়িং দৃশ্যের শুট হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০০:০১
Share:

আজ মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত ‘সাহো’, যা বছরের সবচেয়ে বড় অ্যাকশন মুভি মনে করা হচ্ছে। তবে হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়র’ প্রভাসের ছবিকে টেক্কা দেবে বলেই শোনা যাচ্ছে।

Advertisement

কারণ এই ছবিতে বিদেশের বিভিন্ন প্রান্তে যে মাপের অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে, তা তাক লাগানোর মতোই। সাতটি দেশের পনেরোটি শহরে শুট হয়েছে।

পর্তুগালের উপকূলীয় একটি শহর পর্তু। সেখানকার বৃহত্তম সেতু দু’দিন বন্ধ রেখে একটি চেজ়িং দৃশ্যের শুট হয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ বললেন, ‘‘স্থানীয়রা খুব সাহায্য করেছেন। তবে ওদের কাছে পুরো ব্যাপারটা খুব বিস্ময়কর ছিল। কোনও ছবির শুটের জন্য ওদের শহরে এ ভাবে লকডাউন, আগে কখনও হয়নি।’’ হৃতিক ও টাইগারের অনুরাগীরাও বিস্ময় সামলে রাখতে পারছেন না!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement