পাওলি, ছবি: সোমনাথ রায়, মেকআপ: অনিরুদ্ধ চাকলাদার, লোকেশন সৌজন্য: হায়াত রিজেন্সি, কলকাতা
টলিউ়ডে নতুন জুটি খুঁজে পাওয়া ভার! একই মুখের উনিশ-বিশ। তবে তার মধ্যেই কখনও-সখনও আলাদা কিছু হয়। মনোজ মিশিগানের নতুন ছবি ‘তৃতীয় অধ্যায়’-এর জন্য জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় এবং পাওলি। তাঁদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল পাঁচ বছর আগে ‘বেডরুম’ ছবিতে।
মনোজ তাঁর ছবিটিকে ডার্ক রোম্যান্টিক থ্রিলার বলছেন। গল্পের কেন্দ্রীয় চরিত্রে আবির। যে তার বাবাকে খুঁজে চলেছে। আবিরের কথায়, ‘‘বেশ ছায়াময় একটা চরিত্র। নিজের সম্পর্কে বেশি কথা বলে না। যেটা খুঁজছে সেটা সম্পর্কেও খুব কম তথ্য প্রকাশ করে। যে কারণে খুঁজেও পায় না! এর মধ্যে একটা প্রেমের অ্যাঙ্গলও আছে। সেটা যেমন ডার্ক আবার তেমনই প্যাশনেটও।’’
আবিরের সঙ্গে রাইমা, পায়েল নয়তো সোহিনীকে দেখতেই আমরা অভ্যস্ত। পাওলির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? ফিচেল হেসে আবিরের জবাব, ‘‘আমরা সকলে পাওলিকে বলি, সব ছবিতে তোর এত দুঃখ কেন! খুব পিছনে লাগি ওর। জোকস অ্যাপার্ট, পাওলি খুব ভাল অভিনেত্রী। অনেক দিন পর দর্শক আমাদের দু’জনকে একসঙ্গে দেখতে পাবেন।’’
মনোজ
ছবিতে অবশ্য পাওলি আর আবিরের চরিত্রের দেখা হয় দ্বিতীয়ার্ধে। ‘‘আবিরের প্রাক্তন প্রেমিকার ভূমিকায় আমি। যার সঙ্গে ওর অনেক দিন পর দেখা হয়। এখানেই গল্পের একটা টুইস্ট আছে,’’ বললেন পাওলি। ‘তৃতীয় অধ্যায়’-এ তিনি বটানিস্টের চরিত্রে। যাকে নির্জন এলাকায় কাজের সূত্রে থাকতে হয়। সেখানেই দেখা হয় আবিরের সঙ্গে।
আবির
পরিচালক মনোজ মিশিগানের সঙ্গে এটা আবিরের দ্বিতীয় ছবি। তাঁদের ‘আমি জয় চ্যাটার্জি’ সামনেই মুক্তি পাবে। পাওলির কথায়, ‘‘মনোজ যখন অ্যাসিস্ট করত তখন থেকেই ওকে চিনি। ভীষণ ভাল মানুষ। এত দিনে ওর পরিচালনায় কাজ করব।’’
‘পুষ্পরেখা প্রোডাকশন’-এর এই ছবির শ্যুটিং হওয়ার কথা কলকাতা আর উত্তরবঙ্গে। ‘‘বৃষ্টি আর আলোছায়ার পরিবেশ ছবির মুডের জন্য একদম আদর্শ। সেই জন্যই উত্তরবঙ্গ বাছলাম,’’ বললেন পরিচালক।