Akshay Kumar

‘ভাল ছবি করতে সময় লাগে’, অক্ষয়ের প্রশংসায় চটলেন অভিষেক

অক্ষয় কুমারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন চিত্র প্রদর্শক অক্ষয় রাঠী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১১:৪৭
Share:

টুইটযুদ্ধের প্রভাব কি অক্ষয়-অভিষেক বন্ধুত্বেও এসে পড়বে?

অক্ষয়ের প্রশংসা শুনে চটে গেলেন অভিষেক বচ্চন!

Advertisement

কেন?

অক্ষয় কুমারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন চিত্র প্রদর্শক অক্ষয় রাঠী। অক্ষয়ের দ্রুত কাজ করার ক্ষমতাকে সাধুবাদ জানিয়ে টুইট করলে, অভিষেক পাল্টা জবাব দেন তাঁকে।

Advertisement

টুইটারে সেই চিত্র প্রদর্শক লিখেছিলেন, ‘অক্ষয় এত দ্রুত কাজ করে শ্যুটিং শেষ করে ফেলেন, তা সত্যিই তাক লাগানোর মতো। তিনি যে সময়ে একটা পুরো ছবি করে ফেলেন, অন্যান্য তারকারা সেই সময় হয়তো ছোট কোনও একটি দৃশ্যে করার জন্য সেই দৃশ্য উপযোগী অভিনয় নিয়ে চর্চা করেন। তাঁদের নিজেদের জন্য আরও ভাল কিছু প্ল্যান করা উচিত।’

তাঁর এই বক্তব্যে মেজাজ সামলাতে পারলেন না জুনিয়র বচ্চন। একের পর এক টুইট করে উত্তর ফিরিয়ে দিলেন অক্ষয়কে। তিনি লিখলেন, ‘এই কথাটা ঠিক নয়। প্রত্যেক মানুষই নিজের মতো করে কাজ নিয়ে অনুপ্রাণিত হন।’ অভিনেতা মনে করেন সবারই কাজ করার একটা নিজস্ব গতি থাকে।

অভিষেককে রাগাতে চাননি অক্ষয় রাঠী। বেগতিক দেখে তিনি নিজের মতো করে সাফাই দেওয়ারও চেষ্টা করেন। তিনি বলেন, এই সময় বলিউড ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোর জন্য অল্প সময়েই অনেক কাজ করা দরকার না হলে অনেক থিয়েটার চিরতরে বন্ধ হয়ে যাবে।কিন্তু তাতেও একমত হতে পারলেন না অভিষেক। অক্ষয়ের এই অভিমতকে নাকচ করে দিয়ে তিনি জানান, ভাল কাজ করতে গেলে সময় লাগে। শুধু দায়সারা করে ছবি তৈরি করলে, পরবর্তী সময় ফিল্ম ইন্ডাস্ট্রিরই ক্ষতি হবে।

আরও পড়ুন: কার সঙ্গে জুটি বাঁধবেন অঙ্কুশ? ঐন্দ্রিলা নাকি ইশা?

যাকে ঘিরে এত বিতণ্ডা, সেই অক্ষয় কুমার এখনও নিশ্চুপ। এই টুইটযুদ্ধের প্রভাব কি অক্ষয়-অভিষেক বন্ধুত্বেও এসে পড়বে? সেটাই এখন দেখার।

আরও পড়ুন: কার অপেক্ষায় বসে রাজকুমার রাও?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement