Abhishek Bachchan

‘আমার থেকে ঐশ্বর্যা বেশি পারিশ্রমিক পায়’, হঠাৎ কেন এ প্রসঙ্গ উত্থাপন করলেন অভিষেক?

বলিউডে অভিনেত্রীরা কম পারিশ্রমিক পান, এই নিয়ে বহু আলোচনা হয়েছে। অভিষেককেও এই বিষয়ে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:৪০
Share:

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি: সংগৃহীত।

সংসারে বনিবনার অভাবেই দাম্পত্যে বিচ্ছেদ? ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে সমাজমাধ্যমে। এ-ও শোনা যায়, ঐশ্বর্যার সাফল্যে নাকি হীনমন্যতায় ভুগেছেন অভিষেক। কিছু ছবিতে নাকি তাঁর চেয়ে বেশি পারিশ্রমিকও পেয়েছেন ঐশ্বর্যা।

Advertisement

বলিউডে অভিনেত্রীরা কম পারিশ্রমিক পান, এই নিয়ে বহু আলোচনা হয়েছে। অভিষেককেও এই বিষয়ে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়। অভিনেতা জানিয়েছিলেন, তাঁর জীবনের দুই গুরুত্বপূর্ণ মহিলা অর্থাৎ জয়া বচ্চন ও ঐশ্বর্যা নিজেদের যোগ্যতায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছেন।

অভিষেক আরও বলেছিলেন, “চলচ্চিত্র দুনিয়ায় অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের ফারাক নিয়ে বহু আলোচনা হয়। ন’টি ছবিতে আমি আমার স্ত্রীর সঙ্গে কাজ করেছি। তার মধ্যে আটটি ছবিতে ঐশ্বর্যা আমার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন। ‘পিকু’ ছবিতেও সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এটা ব্যবসা। বাজারচলতি অভিনেতা হলে, সেই অনুযায়ী পারিশ্রমিকই আপনি পাবেন। নতুন অভিনেত্রী হয়ে একই ছবিতে শাহরুখ খানের সমান পারিশ্রমিক দাবি করলে হবে না।”

Advertisement

অভিষেক ও ঐশ্বর্যা ‘কুছ না কহো’, ‘গুরু’, ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘রাবণ’, ‘উমরাও জান’,-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

গত কয়েক মাস ধরে বি-টাউনে তারকা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে পৃথক প্রবেশ করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়ের আংটি-হীন আঙুলও এই জল্পনায় ঘৃতাহুতি দেয়। যদিও ঐশ্বর্যা বা অভিষেক এই নিয়ে এখনও মুখ খোলেননি। তবে শুক্রবার ঐশ্বর্যার জন্মদিনে অভিষেকের নীরবতাই এক প্রকার এই জল্পনায় সিলমোহর দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement