Salman Khan

সলমনের প্রাক্তন প্রেমিকাকে অপহরণের হুমকি! অপরাধ জগৎ নিয়ে মুখ বন্ধ করেছিলেন ভাইজান

সলমন খানের বাড়ি ‘গ্যালাক্সি’-তেও বেশ কিছু দিন থেকেছেন সোমি। সেই সময় তাঁর কাছেও এসেছিল অপরাধ জগৎ থেকে একাধিক হুমকি ফোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:৩৫
Share:

সলমন খান। ছবি: সংগৃহীত।

লরেন্স বিশ্নোইদের নিশানায় সলমন খান। একের পর এক খুনের হুমকি পেয়েছেন ভাইজান। তবে এই প্রথম নয়। এর আগেও সলমনের কাছে এসেছে অপরাধ জগৎ থেকে একাধিক হুমকি বার্তা। সেই অজানা তথ্য প্রকাশ্যে আনলেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। নব্বইয়ে দশকে দীর্ঘ দিন সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি।

Advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমি জানান, বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগের কথা তিনি শুনেছেন। সরাসরি কোনও অভিজ্ঞতা না থাকলেও দাউদের বিষয়ে নানা কথা শুনেছেন। অপরাধ জগৎ বা ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ে নানা প্রশ্ন ছিল সোমির মনে। এক বার ‘আন্দোলন’ ছবির শুটিং-এর সময় দিব্যা ভারতীর কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন সোমি আলি। সেই শুনে দিব্যা বলেছিলেন, “মাফিয়ার ব্যাপারে জানো? আন্ডারওয়ার্লড ও মাফিয়া একই ব্যাপার।”

সলমন খানের বাড়ি ‘গ্যালাক্সি’তেও বেশ কিছু দিন থেকেছেন সোমি। সেই সময় তাঁর কাছেও এসেছিল অপরাধ জগৎ থেকে একাধিক হুমকি ফোন। এক ব্যক্তি নাকি ফোন করে বলেছিলেন, “সলমনকে বলে দেবেন, সোমি আলিকে আমরা তুলে নিয়ে যাব।” অভিনেত্রী বলেন, “এই ঘটনার কথা শুনে সলমন আঁতকে উঠেছিল। কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছিল নিজেই। তবে আমাকে কোনও দিন বলেনি, কী ভাবে ও পরিস্থিতি সামাল দিয়েছিল।” এমনকি কে বা কারা এই হুমকি দিচ্ছে, তা-ও জানাননি সলমন। হুমকির নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়েও নীরব ছিলেন ভাইজান।

Advertisement

কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকে পুজো করেন বিশ্নোই সম্প্রদায়ের মানুষেরা। তাই ভাইজানকে হত্যা করাই বিশ্নোইদের লক্ষ্য। এমনকি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণও করেছেন লরেন্স বিশ্নোইয়ের দলবল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement