News Of The Day

মুর্শিদাবাদে রাজ্যপাল, মালদহে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। দিলীপের বিয়ে। কোহলি-শ্রেয়স। আর কী কী

মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে অশান্তি ছড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এই জেলায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুর্শিদাবাদে অশান্তি কবলিত এলাকায় যাবেন রাজ‍্যপাল, মালদহে জাতীয় মহিলা কমিশন

Advertisement

মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে অশান্তি ছড়িয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এই জেলায়। এই পরিস্থিতিতে আজ মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল। পাশাপাশি, আশ্রয় শিবিরগুলিতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। মুর্শিদাবাদের ঘটনায় আশ্রয় শিবিরগুলি মূলত রয়েছে মালদহ জেলায়। আজ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদলের যাওয়ার কথা রয়েছে মালদহে। সেখানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলিতে যাবেন মহিলা কমিশনের প্রতিনিধিরা।

বিজেপির দিলীপ ঘোষের বিয়ে, ছাদনাতলায় গিয়ে, না না-গিয়ে

Advertisement

বিয়ে করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজ তাঁর নিউ টাউনের বাড়িতেই বিয়ে। পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আলাপ বিজেপি করার সূত্রেই। আজ দিলীপের বাড়িতে অত্যন্ত ঘরোয়া এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। আমন্ত্রিতের সংখ্যাও খুব বেশি নয়। মূলত দিলীপ এবং রিঙ্কুর নিকটজনেরাই আমন্ত্রিত। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিবাহ সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর শিক্ষকেরা কি ফিরবেন স্কুলে

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘দাগি’ (টেন্টেড) নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানরত সংগঠন ‘যোগ‍্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ’-এর শিক্ষক প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, তাঁরা স্কুলে ফিরতে চান। একই সঙ্গে আন্দোলনকেও জিইয়ে রাখতে চাইছেন। তবে স্কুলে গিয়ে শিক্ষকতা এবং আন্দোলন— দু’টি একসঙ্গে কী ভাবে চলবে তা এখনও স্পষ্ট নয়। সাংবাদিক বৈঠকে ওই শিক্ষকদের দাবি, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চাইছেন না। এই আবহে আজ থেকে স্কুলগুলিতে ওই শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দেন কি না, সে দিকে নজর থাকবে।

কোহলি বনাম শ্রেয়স, আইপিএলে অন্যতম সেরা দুই দলের লড়াই

আইপিএলে আজ অন্যতম সেরা দুই দলের লড়াই। মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। দুই দলই ছ’টি করে ম্যাচ খেলে চারটিতে জিতেছে। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জিতে এই ম্যাচে খেলতে নামছে। বিরাট কোহলির বেঙ্গালুরু এই ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে। কোহলিদের সঙ্গে শ্রেয়স আয়ারের দলের লড়াই শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।

জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আবহাওয়া কেমন

অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নেমেছিল কলকাতা এবং শহরতলিতে। কালবৈশাখীর দাপটে হুগলি এবং মেদিনীপুরেও মুষলধারে বৃষ্টি হয়েছে। হুগলিতে শিলাবৃষ্টি হয়েছে। উপড়ে গিয়েছে গাছ এবং বিদ্যুতের খুঁটি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। দুই বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এ ছাড়া, ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement