Abhishek Bachchan

কলকাতায় শ্যুটিং করতে এলেন অভিষেক বচ্চন, সঙ্গে চিত্রাঙ্গদা সিংহ

বব বিশ্বাসের শ্যুটিং এ বছর জানুয়ারিতেই শুরু হয়েছিল। তখন কলকাতায় হাজির হয়েছিলেন অভিষেক। সেই সময় টানা ৪০ দিন কলকাতায় ছিলেন অভিষেক। এরপর করোনার জন্য বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ২০:৫১
Share:

'বব বিশ্বাস' এর চরিত্রে অভিষেক বচ্চন। -নিজস্ব চিত্র।

শহরে জুনিয়র বচ্চন। করোনা হওয়ার পরে এই প্রথম পুরোদমে ফিল্মের শ্যুটিং শুরু করলেন অভিষেক বচ্চন। সুজয় ঘোষের কন্যা দিব্যা অন্নপূর্না ঘোষ পরিচালিত 'বব বিশ্বাস২' ছবির শ্যুটিংয়ে তিনি কলকাতার বিভিন্ন জায়গায় এ বার শ্যুট করবেন। 'বব বিশ্বাস'-এর স্ত্রীর ভূমিকায় চিত্রাঙ্গদা সিংহ। একটি বাচ্চাও এসেছে গল্পে।

Advertisement

বব বিশ্বাসের শ্যুটিং এ বছর জানুয়ারিতেই শুরু হয়েছিল। তখন কলকাতায় হাজির হয়েছিলেন অভিষেক। সেই সময় টানা ৪০ দিন কলকাতায় ছিলেন অভিষেক। এরপর করোনার জন্য বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।

দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হল ২৫ নভেম্বর থেকে। ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে ছবির শ্যুটিং। ময়দান, পঞ্চসায়র, পাটুলি ও বেনিয়াপুকুর- কলকাতার এই চারটি লোকেশনে চলবে শ্যুটিংয়ের কাজ।

Advertisement

আরও পড়ুন: এ বার রবীন্দ্রনাথ ও কাদম্বরীর সম্পর্ক নতুন ধারাবাহিকে

গত বছর নভেম্বরে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিস এন্টারটেনমেন্ট'-এর তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় 'বব বিশ্বাস২' এর। সুজয় ঘোষের সুপারহিট ছবি 'কাহানি'র অংশ ছিল বব বিশ্বাস চরিত্র । তাকে নিয়েই গল্প।

অভিষেক বচ্চন ও চিত্রাঙ্গদা সিংহ 'বব বিশ্বাস২'-এর লুকে কলকাতায়। -নিজস্ব চিত্র।

সেই আইকনিক বব বিশ্বাসকে নিয়ে একটা পুরোদস্তুর ফিল্ম তৈরি করছেন সুজয় কন্যা। যদিও শাশ্বত চট্টোপাধ্যায়ের জায়গায় এ বার অভিষেক বচ্চন। 'লুডো'-র মতোই কী এই ছবিতেও ইনিংস জয় করবেন অভিষেক? এখন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement