বিরল মুহূর্ত
তাঁদের মুখ দেখাদেখি নেই বলেই সকলে জানেন। কোনও অনুষ্ঠানে বিবেক ওবেরয়ের যাওয়ার কথা থাকলে বচ্চন পরিবার চেষ্টা করে পারতপক্ষে তাঁর মুখোমুখি না হতে। কিন্তু ভাগ্য সব সময়ে সঙ্গ দেয় না। সম্প্রতি পি ভি সিন্ধুর সংবর্ধনা অনুষ্ঠানে বিবেক এবং অভিষেক বচ্চন মুখোমুখি হন। অভিষেক হেসে বিবেককে আলিঙ্গন করেন। সেখানে সুরেশ ওবেরয় এবং অমিতাভ বচ্চনও ছিলেন। অমিতাভও জড়িয়ে ধরেন বিবেককে। সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি।
বিবেক ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের কথা কারও অজানা নয়। কিছু দিন আগে বিবেক একটি মিম শেয়ার করেছিলেন। যেখানে ঐশ্বর্যার সঙ্গে সলমন, বিবেক এবং অভিষেকের ছবি ছিল। ক্যাপশনে লেখা, ‘ওপিনিয়ন পোল, এক্সিট পোল, রেজ়াল্ট।’ এর পরে ট্রোলড হন বিবেক। বচ্চন পরিবারও এতে স্বাভাবিক ভাবেই বিরক্ত হয়। কিন্তু এত কিছুর পরেও বিবেককে দেখে অভিষেকের সৌজন্য প্রকাশের প্রশংসা করেছেন সকলে।