সলমন-ঐশ্বর্যার সম্পর্কে কী জানান আরবাজ়? ছবি: সংগৃহীত।
এখনও নাকি ঐশ্বর্যা রাইকে ভুলতেই পারেননি সলমন খান। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের। কিন্তু মনে থেকে গিয়েছে পুরনো প্রেম। এমন দাবি অবশ্য সলমনের অনুরাগীদের। তার কারণ, একটা সময়ে সলমন ও ঐশ্বর্যার রসায়নে মুগ্ধ ছিলেন তাঁরা।
‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু সলমন ও ঐশ্বর্যার। সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। ঐশ্বর্যার প্রেমে নাকি সেই সময়ে ডুবে ছিলেন সলমন। এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন। কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন। ভেঙে যায় সেই সম্পর্ক। কেন বিয়ের পরিকল্পনা পর্যন্ত পৌঁছে গিয়েও সম্পর্ক ভেঙে গিয়েছিল? জানিয়েছিলেন সলমনের ভাই আরবাজ় খান।
বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বর্যা। সেই কারণেই নাকি সলমনের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। নব্বইয়ের দশকে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পরে পর পর ছবিতে অভিনয় করছিলেন ঐশ্বর্যা। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দর্শক। তাঁর কেরিয়ারও ছিল ঊর্ধ্বমুখী। তাই তখনই বিয়ে করতে চাননি ঐশ্বর্যা। অন্য দিকে, সলমন বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন।
আরবাজ় জানিয়েছিলেন, সলমনের ভাবমূর্তি নিয়েও নাকি ঐশ্বর্যার পরিবারে সমস্যা ছিল। অভিনেত্রীর বাবার ধারণা ছিল, মহিলাদের সঙ্গে সলমনের ওঠাবসা একটু বেশিই। তাই সলমনকে জামাই হিসেবে মেনে নিতে আপত্তি ছিল তাঁরও। আর অন্য দিকে, কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বর্যা। সংসারে মন দিতে চাননি তখন।
সম্পর্কে চিড় ধরার পরে নাকি ভেঙে পড়েছিলেন সলমন। রাগের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারতেন না তিনি। অল্পেই চটে যেতেন। এক বার ছবির সেটেও নাকি ঐশ্বর্যার উপর চিৎকার-চেঁচামেচি করেছিলেন তিনি। এমনকি একটি ছবি থেকে ঐশ্বর্যাকে বাদ পড়তে হয়েছিল সলমনের জন্যই।