Tamannaah Bhatia-Vijay Varma break up

‘সম্পর্ক আইসক্রিমের মতো উপভোগ করতে হয়’, তমন্নার বিয়ের প্রস্তাব ফিরিয়ে কেন বললেন বিজয়?

তমন্নার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই সম্পর্ক নিয়ে কথা বললেন বিজয়। অভিনেত্রীর মন ভেঙে সম্পর্ককে আইসক্রিমের সঙ্গে তুলনা করলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:২০
Share:
Actor Vijay Varma talks about relationship amid his break up speculation with Tamannah Bhatia

তমন্নার সঙ্গে বিচ্ছেদের পরে সম্পর্ক নিয়ে বিজয়ের মন্তব্য। ছবি: সংগৃহীত।

সম্পর্ক নাকি আইসক্রিমের মতো উপভোগ করতে হয়। বিচ্ছেদের জল্পনার মধ্যেই এমন মন্তব্য বিজয় বর্মার। গত কয়েক মাস ধরে বিজয় ও তমন্না ভাটিয়ার বিচ্ছেদের গুঞ্জন বলিপাড়ায়। দু’বছর একসঙ্গে থাকার পরে নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, তমন্না নাকি বিয়ে করে থিতু হতে চাইছিলেন। কিন্তু এখনই বিয়ের জন্য প্রস্তুত নন বিজয়। তাই পথ আলাদা হয়েছে তাঁদের। এই জল্পনার মধ্যেই সম্পর্ক নিয়ে কথা বললেন বিজয়।

Advertisement

সম্পর্কের নানা স্বাদ থাকে। সবক’টি স্বাদই উপভোগ করা উচিত বলে মনে করেন অভিনেতা। বিজয় বলেছেন, “আপনি নিশ্চয়ই সম্পর্কের কথা জানতে চাইছেন! সম্পর্ককে আইসক্রিমের মতো উপভোগ করলে আপনি সুখে থাকবেন। অর্থাৎ, সম্পর্কে যে কোনও স্বাদই আপনাকে গ্রহণ করতে হবে। তা হলেই আপনি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারবেন।”

তমন্নার সঙ্গে সম্পর্কে ইতি টানলেও বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ওরা পরস্পরের ভাল বন্ধু হয়ে থাকতে চায়। তবে ওরা দু’জনই যে যার কাজ নিয়ে খুব ব্যস্ত।” কিছু দিন আগে একই হোলি পার্টিতে উপস্থিত ছিলেন তমন্না-বিজয়। একসঙ্গে প্রবেশ না করলেও, তাঁরা একসঙ্গে রঙের খেলায় মেতেছিলেন বলে অনুমান অনুরাগীদের। তবে এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। ‘লাস্ট স্টোরিজ় ২’ ছবিতে অভিনয়ের সময় সম্পর্কে জড়়িয়েছিলেন বিজয় ও তমন্না। সেই ছবিতে দু’জনের একটি ঘনিষ্ঠ দৃশ্য সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। তাঁদের রসায়নও নজর কেড়েছিল দর্শকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement