Fire in Kolkata

সল্টলেকের হাসপাতালের পাশের ভবনে আগুন, ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

সল্টলেকের মণিপাল হাসপাতালের পাশের ভবনে আগুন। সেই ভবনের বেসমেন্ট থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৬:৫২
Share:
Fire broke out near a building of Salt lake manipal hospital

ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন।

সল্টলেকের মণিপাল হাসপাতালের পাশের একটি বাড়িতে আগুন। সেই বাড়ির বেসমেন্ট থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে হাসপাতালে আগুন লাগেনি। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

Advertisement

মঙ্গলবার সকালে হঠাৎই ওই হাসপাতালের পাশের একটি বাড়ির বেসমেন্ট থেকে কালো ধোঁয়া বার হতে দেখেন স্থানীয়েরা। পাশেই হাসপাতাল। ফলে আতঙ্ক ছড়ায়। যদিও ওই বাড়িতে কেউ ছিলেন না। হতাহতের কোনও খবর মেলেনি।

দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা ১৫মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টায় ঝাঁপিয়ে পড়েন দমকলকর্মীরা। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ওই বেসমেন্টের মধ্যে থেকে বার হওয়া ঝাঁঝাল ধোঁয়ায় এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন বলেও খবর। পরে বিবৃতি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সল্টলেকের কেবি ২৫ বাড়িটিতে আগুন লাগার কথা জানান। তাঁদের তরফে জানানো হয়েছে, ওই আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসে গিয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি। হাসপাতালের কর্মী, রক্ষীরাও যথাসাধ্য সাহায্য করেছেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলকর্মীদের ধন্যবাদও জানিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement