Sonu Sood

Sonu Sood: প্রেমিকার জন্য দামি ফোন চেয়ে টুইট সোনুকে, কী বললেন অভিনেতা?

নেটমাধ্যমে বহু মানুষ নানা ধরনের সাহায্যের জন্য শরণাপন্ন হন সোনুর। সাধ্যমতো পাশেও দাঁড়ান অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২১:৪২
Share:

সোনু সুদ।

অতিমারিকালের ‘মসিহা’ সোনু সুদ। অজস্র মানুষকে বাড়ি পৌঁছে দেওয়া শুরু থেকে চিকিৎসার জন্য নিজের দায়িত্বে অক্সিজেন প্ল্যান্ট কিনে আনা — নিজেকে উজাড় করে মানুষের পাশে দাঁড়িয়েছেন পর্দার খলনায়ক।

Advertisement

নেটমাধ্যমে বহু মানুষ নানা ধরনের সাহায্যের জন্য শরণাপন্ন হন সোনুর। সাধ্যমতো পাশেও দাঁড়ান অভিনেতা। তবে এ বার এক অনুরাগী আইফোন চেয়ে বসেন সোনুর কাছে। টুইটারে সোনুর উদ্দেশে সেই অনুরাগী লেখেন, ‘ভাই আমার প্রেমিকা আইফোন চাইছে, আপনি কি কিছু করতে পারবেন?’

অনুরাগীর এই আবদারের উত্তর দিয়েছেন সোনুও। তিনি লিখেছেন ,‘আইফোন দিতে পারব কি না জানি না। তবে আমি তোমার প্রেমিকাকে আইফোন দিলেও তাতে তোমার কোনও লাভ হবে না।’

Advertisement

সোনু এবং তাঁর অনুরাগীর এই কথোপকথনে হাসির রোল উঠেছে নেটাগরিকদের মধ্যে। অনেকে আবার মন্তব্য বাক্সে নিজেদের নানা প্রয়োজনের কথা জানিয়েছেন সোনুকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement