amitabh bacchan

Amitabh-Rajesh: রাজেশ, অমিতাভের ‘আনন্দ’ রিমেকের তোড়জোড়, আঁতকে উঠলেন পুরনো দর্শকরা

সত্তর দশকের কালজয়ী ছবি ‘আনন্দ’-এর নতুন সংস্করণ তৈরি হচ্ছে! শুনেই হাঁ হাঁ করে উঠলেন ভক্তরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৫:৫০
Share:

মৃত্যু অনিবার্য। তবু যত দিন আয়ু, জীবনের রূপ-রস-গন্ধ উজাড় করে নেওয়াই যায়— সত্তরের দশকে সেই জীবনবোধের পাঠ দিয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায়ের কালজয়ী ছবি ‘আনন্দ’। শেষ দৃশ্যে রাজেশ খন্না আর তাঁর ‘বাবুমশাই’ অমিতাভ বচ্চনের সংলাপ আজও চোখে জল আনে অনেকেরই। প্রজন্মের পর প্রজন্ম ধরে হিন্দি ছবির দর্শকের মনে তাই পাকাপাকি জায়গা করে রেখেছে তার অনুভূতি। তাই বলে আবার আর একটা ‘আনন্দ’?

দীর্ঘ ৫০ বছর পর ‘আনন্দ’-এর রিমেকের তোড়জোড় চলছে বলিউডে। সে খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েছেন ভক্তরা। নির্মাতাদের কাছে তাঁদের সনির্বন্ধ অনুরোধ, ‘দয়া করে এটা করবেন না!’

Advertisement

১৯৭১ সালে মুক্তি পায় ‘আনন্দ’। প্রযোজনায় ছিলেন এন সি সিপ্পি। বৃহস্পতিবার তাঁরই নাতি সমীর রাজ সিপ্পি জানান, ‘আনন্দ’-এর নতুন সংস্করণ আসছে। সেই ছবির জন্য প্রযোজক বিক্রম খাখরের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। নির্মাতারা জানান, রিমেক ছবিটি চিত্রনাট্য তৈরির স্তরে আছে এখনও। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রিমেকের জন্য কেন বাছা হল এই ছবিকে? সমীর রাজ সিপ্পির মতে, ‘আনন্দ’-এর মতো গল্প নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা জরুরি। তিনি বলেন, ‘‘মূল চলচ্চিত্রের সংবেদনশীলতা এবং আবেগের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মকে এমন অনেকগুলি গল্প পুনরায় বলা দরকার, যা আজও খুব প্রাসঙ্গিক।’’

Advertisement

'আনন্দ'-এর নতুন সংস্করণ নিয়ে উচ্ছ্বসিত নির্মাতারা

রিমেকের ঘোষণা দেখেই শোরগোল শুরু। নেট মাধ্যমে কেউ লিখেছেন, ‘দয়া করে আমাদের জন্য ছবিটি নষ্ট করবেন না। এটা একটা ক্লাসিক।’ কেউ বা ক্ষোভ উগরে মন্তব্য করেছেন, ‘এই ছবিতে নতুন অভিনেতা কাউকেই মানাবে না। এ আবার হয় নাকি!’ কারও আবার রসিকতা, ‘মুখ্য ভূমিকায় বরুণ ধবন আর অর্জুন কপূর? ভালই মানাবে কিন্তু!’

সোশ্যাল মিডিয়ায় প্রবীণেরা অনেকেই বলছেন, ‘এর থেকে খারাপ খবর হয় না!’ যদিও নির্মাতাদের দাবি, নতুন ‘আনন্দ’ নতুন করে বাঁচার গল্পই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement