Belashuru

Belashuru: ভাইপোর পিঠে চেপে কাকা দেখতে আসছেন ‘বেলাশুরু’! শেষ ছবিতেও জয়ী সৌমিত্র-স্বাতীলেখা: শিবপ্রসাদ

‘বেলাশুরু’র জয়যাত্রা অব্যাহত। ৫ লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছেন নন্দিতা-শিবপ্রসাদ রায়ের ছবিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ২০:৩১
Share:

‘বেলাশুরু’র একটি দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত।

ভাইপোর পিঠে চেপে কাকা আসছেন ছবি দেখতে! নতুন কোনও ছবির দৃশ্য ভাবছেন? একেবারেই নয়। কলকাতার একটি প্রেক্ষাগৃহে এ ভাবেই ‘বেলাশুরু’ দেখতে এসেছেন এক বর্ষীয়ান! থমকে দেখেছেন ছবির অন্যতম প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০ দিনে ৫ লক্ষ দর্শক দেখে ফেললেন ছবিটি। পরিচালকের দাবি— মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গল স্ক্রিন, ‘বেলাশুরু’ বিনোদন দুনিয়ায় নতুন বেলা শুরু করল। উইন্ডোজ প্রযোজনা সংস্থার সব ছবির সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্ত জুটি।

Advertisement

শিবপ্রসাদের কথায় মান্যতা দিয়েছেন পরিবেশক বাবলু দামানিও। তাঁর কথায়, ২৫ দিন নয়, সগৌরবে ৫০ দিন অতিক্রম করবে এই ছবি। সে দিনও সর্বত্র হাউসফুল বোর্ড ঝুলবে। কারণ, ইতিমধ্যেই দর্শকসংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

কোন প্রেক্ষাগৃহে কী রকম দর্শক আসছেন? আনন্দবাজার অনলাইনকে তারও পরিসংখ্যান দিয়েছেন পরিচালক। শিবপ্রসাদের কথায়, ‘‘শুধুমাত্র আইনক্সেই সাত দিনে ১ লক্ষ দর্শক ছবিটি দেখেছেন। টানা ১৬ দিন স্টার এবং নন্দন প্রেক্ষাগৃহ হাউসফুল ছিল। গত রবিবার নবীনায় পরপর দুটো শো-তে প্রেক্ষাগৃহ পূর্ণ। এক দিনে ১৬০০-র বেশি দর্শক ‘বেলাশুরু’ দেখেছেন।’’

Advertisement

একই ছবি প্রিয়া, অশোকা, মেনকা, বিজলি-র মতো প্রেক্ষাগৃহেও। পরিচালকের দাবি, বিজলি এ বারেও মুখ রেখেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এক সময়ে প্রয়াত অভিনেতার বহু ছবি রৌপ্যজয়ন্তী, সুবর্ণজয়ন্তীর মুখ দেখেছে এই প্রেক্ষাগৃহেই। তাঁর শেষ ছবিতেও সেই ধারাই বজায় থাকবে, এমনই আশা শিবপ্রসাদের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement