Doordarshan

পুরনো দিয়েই বাজিমাত

দর্শক সংখ্যায় রেকর্ড গড়ল ‘রামায়ণ’ঘরবন্দি মানুষকে বিনোদন জোগাতে দূরদর্শনের এই পদক্ষেপ ফের তাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারে কি না, সেটাই দেখার।

Advertisement
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ০১:৫২
Share:

সাধারণ দর্শক অনেক দিন ধরেই দাবি জানাচ্ছিলেন, ‘রামায়ণ’, ‘মহাভারত’-এর মতো পুরনো শোগুলি ফিরিয়ে নিয়ে আসার জন্য। করোনাভাইরাসের জেরে লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সিদ্ধান্ত নেয়, বেশ কিছু পুরনো শো ফিরিয়ে আনার। সর্ব প্রথম তারা ‘রামায়ণ’ টেলিকাস্ট করে, যার দর্শক সংখ্যা চমকে দেওয়ার মতো। বার্কের (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ) পরিসংখ্যান বলছে, গত চার দিনে ১৭০ মিলিয়ন দর্শক দূরদর্শনে ‘রামায়ণ’ দেখেছেন। এই সংখ্যাটা বোধহয় কেউ প্রত্যাশাও করেননি। প্রসার ভারতীর সিইও শশী শেখরের টুইট, ‘‘আমরা উত্তেজিত! ‘রামায়ণ’ রেকর্ড সংখ্যক দর্শক দেখেছেন। ২০১৫ সালের পর এই প্রথম এত ভিউয়ার পেল কোনও শো।’’

Advertisement

ঘরবন্দি মানুষকে বিনোদন জোগাতে দূরদর্শনের এই পদক্ষেপ ফের তাদের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারে কি না, সেটাই দেখার। ‘রামায়ণ’, ‘মহাভারত’-এর মতো পৌরাণিক শোয়ের পাশাপাশি ‘বুনিয়াদ’, ‘সার্কাস’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘শ্রীমান শ্রীমতী’, ‘শক্তিমান’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানও ফিরিয়ে আনা হয়েছে।

হিন্দির মতো বাংলা চ্যানেলগুলিও একই পন্থা নিয়েছে। দশ বছর আগে ‘গানের ওপারে’ ধারাবাহিকটি বিপুল জনপ্রিয় হয়েছিল। ঋতুপর্ণ ঘোষের চিত্রনাট্যে এই মিউজ়িক্যাল সিরিয়ালে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ। দেবজ্যোতি মিশ্রের মিউজ়িকে রবীন্দ্রগানের নতুন আঙ্গিকে সে সময়ে বেশ জনপ্রিয় হয়েছিল এই শো। ফের ছোট পর্দায় শুরু হচ্ছে ‘গানের ওপারে’। ফিরে আসছে ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকটিও। শাশুড়ি-বৌমার ছকভাঙা সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকে অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ‘সসুরাল গেন্দা ফুল’ নামে হিন্দিতে রিমেকও হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement