প্রতীকী ছবি।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (ডব্লিউবিএসইটিসিএল)-এ রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি ডব্লিউবিএসইটিসিএল-র ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে দুর্গাপুরে।
স্পেশাল অফিসার নিয়োগ করা হবে। ল্যান্ড বিভাগে কাজ করতে হবে। প্রতি মাসে ৪৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কাজের মেয়াদ থাকবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। এই পদে রাজ্য সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। পদপ্রার্থীদের বয়স ৬০ বছর থেকে ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ এপ্রিল। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।