প্রতীকী চিত্র।
রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লুবিপিডিসিএল)-এ রয়েছে কাজ শেখার সুযোগ। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।
শিক্ষানবিশ নেওয়া হবে। গ্র্যাজুয়েট/ টেকনিশয়ান শিক্ষানবিশ নেওয়া হবে। ২০২৩-২৪ বর্ষের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৬০টি। গ্র্যাজুয়েট শিক্ষানবিশ প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন ৯ হাজার টাকা। ডিপ্লোমা শিক্ষানবিশ পাবেন ৮ হাজার টাকা করে।
যোগ্যতা:
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন/ মাইনিংয়ে চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। যদি সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকে, তা হলেও আবেদন করা যাবে। তবে, যে সমস্ত শিক্ষার্থী ২০২০, ২০২১ এবং ২০২২ সালে উত্তীর্ণ হয়েছেন তাঁরাই শুধু আবেদন করতে পারবেন।
কত বছর বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন?
যাঁদের ডিপ্লোমা রয়েছে তাঁদের বয়ঃসীমা ১ জুলাই ’২৩ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে থাকতে হবে।
যাঁদের গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে তাঁদের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীদের প্রথমে ডব্লুবিপিডিসিএল-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১ অগস্ট থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে ২১ অগস্ট পর্যন্ত।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডব্লুবিপিডিসিএল-এর ওয়েবসাইটটি দেখুন।