WB Govt Jobs

ডিএন দে হোমিয়োপ্যাথিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিট্যালে কর্মখালি, কোন পদে নিয়োগ?

প্রতি মাসে বেতন হবে ১২ এবং ১০ হাজার টাকা। আবেদনকারীর বয়স ২৭ জুলাই ’২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২১:৪৫
Share:

প্রতীকী চিত্র।

সরকারি হাসপাতালে রয়েছে কাজের সুযোগ। কলকাতার ডিএন দে হোমিয়োপ্যাথিটিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিট্যালে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

লাইব্রেরিয়ান এবং ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। লাইব্রেরিয়ান পদে প্রতি মাসে বেতন হবে ১২ হাজার টাকা। ফার্মাসিস্ট প্রতি মাসে বেতন পাবেন ১০ হাজার টাকা। আবেদনকারীর বয়স ২৭ জুলাই ’২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে হতে হবে। তবে, এই দু’টি পদে আবেদনের জন্যই কেন্দ্রীয় বা রাজ্য সরকার অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ২৭ জুলাই ইন্টারভিউ হবে। ওই দিন প্রার্থীকে প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। সকাল ১১টার মধ্যে পৌঁছে যেতে হবে।

Advertisement

প্রয়োজনীয় কী কী নথি লাগবে এবং বিজ্ঞপ্তির ঠিকানা-সহ বিস্তারিত তথ্য জানা যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে দেখা যাবে বিজ্ঞপ্তিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement