কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। এই মর্মে সদ্যই কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ একটি।
যে প্রকল্পে কাজ করতে হবে, তার নাম, ‘ল্যান্ড ট্রান্সফার অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন দ্য সোস্যাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন সাব-হিমালয়ান নর্থ বেঙ্গল (কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়ান পিরিয়ড’। এই প্রকল্পে আর্থিক অনুদান দেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ। মোট চার মাসের চুক্তিতে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে উল্লিখিত প্রকল্পে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন ১৭ হাজার ৬০০ টাকা।
সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে আগ্রহীদের সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। সঙ্গে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কিংবা মাস্টার অফ ফিলোজ়ফি ডিগ্রি (এমফিল) থাকলেও ওই কাজের জন্য নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকা আবশ্যক।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ ২ জুলাই বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে ওই তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সম্পর্কিত তথ্যের জন্য কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।