WB Govt Job in Paschim Bardhaman

২৩টি শূন্যপদে পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য বিভাগে কর্মখালি, কোন পদে নিয়োগ?

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে।। শূন্যপদ রয়েছে ২৩টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৬:৪৪
Share:

প্রতীকী ছবি।

পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। শূন্যপদ রয়েছে ২৩টি। প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। পাশাপাশি, আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। এক বছরের ইন্টার্নশিপের অভিজ্ঞতা বাধ্যতামূলক। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকাও দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে পৌঁছতে হবে ‘নোটিশ’-এ। সেখান থেকেই ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে জমা দিতে হবে আবেদনমূল্য। ১৯ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement