BHU Recruitment 2024

ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বেতন ২০ হাজার টাকা

প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাজ করতে হবে ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:০৫
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাজ করতে হবে ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলজি/বায়োটেকনোলজি/লাইফ সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। ৯ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement