সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সিকিম বিশ্ববিদ্যলয় দিচ্ছে শিক্ষকতার সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ভুটিয়া, কেমিস্ট্রি, চাইনিজ়, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকোনমিক্স, ইংরেজি, হর্টিকালচার, ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, লেপচা, লিম্বু, ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, নেপালি, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ় অ্যান্ড ম্যানেজমেন্ট, ফিজ়িক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিয়োলজি এবং টুরিজ়ম বিভাগে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২৬টি। প্রতিটি পদে আবেদনের যোগ্যতা আলাদা। প্রফেসর পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া দরকার। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ফেব্রুয়ারি ’২৪। অনলাইনে জমা দেওয়ার পর সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।