ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী প্রয়োজন। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। শূন্যপদ একটি।
আগ্রহীদের অ্যাস্ট্রোফিজিক্স কিংবা কসমোলজি বিষয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি, তাঁদের গ্যালাক্সি মরফোলজি, গ্যালাক্সি মার্জার্স, অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস (এজিএন) এবং স্টার ফর্মেশন নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
তবে, যাঁরা উল্লিখিত বিষয়ে পিএইচডি থিসিস জমা দিয়েছেন, তাঁদের রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে পরবর্তীকালে নিযুক্তদের রিসার্চ অ্যাসোসিয়েট পদে কাজের সুযোগ থাকছে। উভয় ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং এবং কম্পিউটেশনাল প্রযুক্তি ব্যবহারের দক্ষতা থাকা প্রয়োজন। প্রাথমিক ভাবে, নিযুক্তদের এক বছরের চুক্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে ৫৮ হাজার এবং রিসার্চ ফেলো পদে নিযুক্ত ব্যক্তি ৪২ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। আগ্রহীদের ২০ নভেম্বর বেঙ্গালুরুর ক্যাম্পাসে সকাল ৯টার মধ্যে উপস্থিত হতে হবে। উল্লিখিত পদে ইন্টারভিউয়ের জন্য বেলা ১০ টা পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে। অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।