সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ। এই মর্মে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগের প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো / সিনিয়র রিসার্চ ফেলো এবং ফিল্ড কাম ল্যাব অ্যাটেন্ড্যান্ট প্রয়োজন। ওই কাজে তিন জনকে বেছে নেওয়া হবে।
ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)-র অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্ত ব্যক্তিদের কাজ করতে হবে। প্রকল্পের নাম, ‘ডিএসটি’স সেন্টার অফ এক্সেলেন্স অন ওয়াটার রিসোর্সেস, ক্রায়োস্ফিয়ার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ়’। তিন মাসের জন্য উল্লিখিত প্রকল্পে কাজ করতে হবে।
এনভায়রনমেন্টাল সায়েন্সেস, জিয়োফিজ়িক্স, গ্লেসিয়োলজি, জিয়োলজি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিয়োইনফরমেটিক্স-এর মধ্যে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের জুনিয়র রিসার্চ ফেলো / সিনিয়র রিসার্চ ফেলো পদের জন্য বেছে নেওয়া হবে। এই কাজে প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। প্রার্থীর কোনও বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
ফিল্ড কাম ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, প্রার্থীদের গ্লেসিয়ার নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে ১৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
উল্লিখিত বিভাগে কাজ করতে আগ্রহীদের ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। ৫ ফেব্রুয়ারি আবেদনপত্র পাঠানোর শেষ দিন। প্রাপ্ত আবেদনের নিরিখে ইন্টারভিউ নেওয়া হবে ১০ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।