উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। অস্থায়ী ভাবে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগের জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়োগ হবে ক্লারিক্যাল স্টাফ, টেকনিশিয়ান এবং অ্যাটেন্ড্যান্ট পদে। মোট শূন্যপদ ১৩টি। বিভিন্ন পদে আবেদনের জন্য কোনও বয়সসীমার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, ক্লারিক্যাল স্টাফ, টেকনিশিয়ান এবং অ্যাটেন্ড্যান্ট পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ১৪,০০০ টাকা, ১৩,০০০ টাকা এবং ১১,৫০০ টাকা।
ক্লারিক্যাল স্টাফ পদে আবেদন করতে হলে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, কম্পিউটার অপারেশন বিষয়ক জ্ঞান বা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে লিখিত পরীক্ষা/ অ্যাপ্টিটিউড পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলির জন্য কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।