আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সংগৃহীত ছবি।
রাজ্যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৮৪। যে সমস্ত বিভাগের জন্য এই নিয়োগ, সেগুলির মধ্যে রয়েছে— জেনারেল মেডিসিন, কার্ডিয়োলজি, অর্থোপেডিক্স, সিটিভিএস, চেস্ট মেডিসিন, ট্রমা কেয়ার সেন্টার, পিএমআর, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, নিউরোমেডিসিন-সহ আরও ১১টি বিভাগ।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের এমবিবিএস-এর পরে ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে।
আগ্রহীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তা পূরণ করে অন্যান্য নথি-সহ হাসপাতালে গিয়ে জমা দিতে হবে। আগামী ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। সংশ্লিষ্ট পদে এর পরে পড়ুয়াদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।