আইএসিএস। সংগৃহীত ছবি।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ একাধিক গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের টেকনিক্যাল রিসার্চ সেন্টারের অধীনে ওই প্রকল্পগুলিতে কাজ হবে ‘ট্রান্সলেশনাল রিসার্চ’ নিয়ে। এর জন্য রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা ২৬। অস্থায়ী এই পদে প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হতে পারে।
প্রকল্পগুলিতে আবেদনের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। এ ছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিযুক্তদের পারিশ্রমিক ধার্য করা হবে প্রতিষ্ঠানের নিয়ম মেনে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বিজ্ঞানে পিএইচডি থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ ৭ জানুয়ারি। এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।