NSOU Admission 2025

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, ভর্তি শুরু

কোর্সগুলির আসনসংখ্যা সীমিত হওয়ায় পড়ুয়াদের মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬
Share:

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ বিভিন্ন বিষয়ের জন্য স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি এমনটা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জানুয়ারি পর্বের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ হিউম্যানিটিজ়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস, স্কুল অফ এডুকেশন, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়ের অন্তর্গত বিভিন্ন বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। যে বিষয়গুলিতে এমএসসি, এমএ, এমকম, এমএসডব্লিউ এবং এমএলআইএস কোর্স করার সুযোগ রয়েছে, সেগুলি হল— ম্যাথামেটিক্স, জ়ুলজি, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অর্থনীতি, বাণিজ্য, সোশ্যাল ওয়ার্ক এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স।

প্রতিটি কোর্সে ভর্তির জন্য নির্দিষ্ট যোগ্যতামানের বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, কোর্সগুলির আসনসংখ্যা সীমিত হওয়ায় পড়ুয়াদের মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

Advertisement

প্রথম বছরে বিভিন্ন প্রোগ্রামের কোর্স ফি-র পরিমাণ ২৭৫ টাকা থেকে শুরু করে ১৩,৭৫০ টাকা। ভর্তির সময়ে কোর্স ফি-ও ছাড়াও অন্যান্য খাতে নির্ধারিত ফি-ও জমা দিতে হবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৩০ জানুয়ারি। অনলাইন এবং অফলাইনে আবেদনমূল্য জমা দেওয়া শেষ দিন ৫ ফেব্রুয়ারি। এই বিষয়ে বাকি তথ্য বিস্তারিত জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement