UPSC Recruitment 2023

একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউপিএসসি, রইল বিস্তারিত

কেন্দ্রীয় সরকারের একাধিক বিভগে উচ্চ পদে নিয়োগ করা হবে কর্মী। ভারত, নেপাল, ভূটানের কর্মীরা আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১৫:০৫
Share:

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর তরফে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ইউপিএসসি-র ওয়েবসাইটে গেলে দেখা যাবে।

Advertisement

কেন্দ্রীয় সরকারের একাধিক বিভগে উচ্চ পদে নিয়োগ করা হবে কর্মী। লিগ্যাল অফিসার পদে দু’টি শূন্যপদ রয়েছে। একজন সায়েন্টিফিক অফিসার (কেমিক্যাল) নেওয়া হবে। ৫৩টি শূন্যপদ রয়েছে ডেপুটি আর্কিটেক্টের। এ ছাড়াও একটি সায়েন্টিস্ট বি (ব্যালিস্টিকস), ছ’টি সায়েন্টিস্ট বি (ডকুমেন্টস), দু’টি শূন্যপদ রয়েছে জুনিয়র সায়েন্টিফিক অফিসারের (টক্সিকোলজি), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে রয়েছে দু’টি শূন্যপদ, একজন ডিরেক্টর জেনারেল এবং তিন জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে। ভারত, নেপাল, ভূটানের কর্মীরা আবেদন করতে পারবেন। প্রতিটি পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা োএবং বয়সসীমা আলাদা। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

ইউপিএসসি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৭ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement