ইউকো ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ব্যাঙ্কে বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ হবে। রয়েছে একাধিক শূন্যপদ। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার, সিকিউরিটি অফিসার, রিস্ক অফিসার, আইটি অফিসার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৬৮টি। বিভিন্ন পদে নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইকনমিস্ট এবং ফায়ার সেফটি অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ২১-৩০ বছর এবং ২২-৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি পদগুলির জন্য বয়ঃসীমা ধার্য করা হয়েছে ২৫-৩৫ বছর। ইকনমিস্ট, ফায়ার সেফটি অফিসার এবং সিকিউরিটি অফিসার পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। অন্য দিকে, বাকি পদগুলিতে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা।
ইকনমিস্ট পদের জন্য প্রার্থীদের কোনও ইকনমিক্স/ ইকনমেট্রিক্স/ বিজ়নেস ইকনমিক্স/ অ্যাপ্লায়েড ইকনমিক্স/ ফিন্যান্সিয়াল ইকনমিক্স/ ইন্ডাস্ট্রিয়াল ইকনমিক্স/ মনিটারি ইকনমিক্স বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।
বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করার জন্য ব্যাঙ্কের তরফে অনলাইন পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এর জন্য আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১০০ এবং ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ জানুয়ারি। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।